Advertisment

Shakib Al Hasan on Bangladesh series loss: USA-র মাঠে ফেসিলিটি পাইনি! যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারতেই বিস্ফোরক অজুহাত সাকিবের

USA t20I series win over Bangladesh: বাংলাদেশ আপাতত বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য ভূমিষ্ঠ হওয়া মার্কিন জুক কাছে হোয়াইটওয়াশের লজ্জা বাঁচানোর চেষ্টায় বিভোর। ম্যাচের পর সাকিব আল হাসান বলে দিয়েছেন, "এই ফলাফল অবশ্যই অপ্রত্যাশিত এবং হতাশার।"

author-image
IE Bangla Sports Desk
New Update
USA series win against Bangladesh

Bangladesh series loss against USA: বিদেশে গিয়ে শোচনীয়ভাবে ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ (টুইটার)

Shakib Al Hasan on Bangladesh series loss against USA: ২০ বিশ্বকাপের আগে ল্যাজেগোবরে দশা বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ৰথম দুই টি২০তেই শোচনীয়ভাবে হেরে বসেছে টাইগাররা। শুধু হার-ই নয় ধ্বস্ত করে দেওয়া হার হজম করতে হয়েছে। প্রথম ম্যাচে মুস্তাফিজুর-শরিফুলরা শেষ ৪ ওভারে ৫৫ রান ডিফেন্ড করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে আবার শেষ পাঁচ ওভারে ৩৮ করতে পারেনি টাইগাররা। এমনকি ১৯ বলে ২০ রান দরকারের সময়ে ক্রিজেও ছিলেন দলের অভিজ্ঞতম সাকিব আল হাসান।

Advertisment

বাংলাদেশ আপাতত বিদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য ভূমিষ্ঠ হওয়া মার্কিন জুক কাছে হোয়াইটওয়াশের লজ্জা বাঁচানোর চেষ্টায় বিভোর। ম্যাচের পর সাকিব আল হাসান বলে দিয়েছেন, "এই ফলাফল অবশ্যই অপ্রত্যাশিত এবং হতাশার। তবে মার্কিন যুক্তরাষ্ট্র দলকে তাঁদের পারফরম্যান্সের জন্য অভিবাদন জানাতেই হয়। কেউ ভাবেনি আমরা দু-দুটো ম্যাচ হেরে যাব। যেকোনও হার-ই হতাশার। বিশ্বকাপের আগে আমাদের যেরকম খেলা প্রয়োজন, তা খেলতে পারিনি। তাই এটা জেগে ওঠার ডাক।"

এরপরে বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, "ক্রিকেট একটা টিম গেম। দলের সকলকে দায়িত্ব নিতে হবে। জয় এবং পরাজয়- সবেতেই যেন দলগত বিষয়টি ধরা থাকে। টি২০ এমন একটা ফরম্যাট যেখানে তিনটে বিভাগেই নিজেদের সেরাটা মেলে ধরতে হয়। ক্রিকেটে বড়-ছোট দল বলে কিছু হয় না। এটাই এই ফরম্যাটকে আরও চিত্তাকর্ষক করে তুলেছে। যেভাবে ইউএস শেষ দুই ম্যাচে পারফর্ম করেছে, তাতে এটাই স্পষ্ট।"

আরও পড়ুন: বিসিসিআইয়ের ভাবমূর্তিতে কলঙ্কের ছিঁটে! সরাসরি ল্যাঙ্গার-পন্টিংকে মিথ্যাবাদী’ দাগালেন জয় শাহ

"টি২০-তে সমস্ত দলই সমান। ওয়েস্ট ইন্ডিজ এ দল নেপালের বিরুদ্ধে ভালো খেলেছে। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস খুব টানটান লড়াই উপহার দিচ্ছে। এমনকি পাকিস্তান-ও আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছে। টি২০-তে যে কোনও দল জিততে পারে। একটা দুটো ওভারেই ম্যাচের গতিপথ বদলে যায়। সবাইকে সবসময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। কোনও দলকে সহজ ভাবার উপায় নেই।"

হাউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বলে দিয়েছেন, বৃষ্টি এবং পর্যাপ্ত অনুশীলনের অভাব বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। "এটা যদি বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতি সিরিজ হয়, তাহলে ব্যাটে-বলে আরও অনুশীলনের প্রয়োজন ছিল। আরও ভালো পরিকাঠামোর দরকার ছিল। আমরা মাত্র একবার নেট অনুশীলন করেছি, এটা মোটেই আদর্শ নয়। এসব চ্যালেঞ্জ অবশ্য কোনও অজুহাত নয়।" বলে দিয়েছেন তারকা অলরাউন্ডার।

T20 World Cup Bangladesh Cricket News Bangladesh Cricket USA Bangladesh Cricket Team
Advertisment