Vaibhav Arora Accident: মারাত্মক দুর্ঘটনা, শেষ হতে বসেছিল কেরিয়ার! কীভাবে কামব্যাক করলেন বৈভব?

Vaibhav Arora Accident: ঘটনাটি ২০১৭ সালের। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছিলেন বৈভব। ইতিমধ্যে একটি বাইক দুর্ঘটনায় মারাত্মক আক্রান্ত হন তিনি।

Vaibhav Arora Accident: ঘটনাটি ২০১৭ সালের। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছিলেন বৈভব। ইতিমধ্যে একটি বাইক দুর্ঘটনায় মারাত্মক আক্রান্ত হন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Arora KKR

কলকাতা নাইট রাইডার্সের বোলার বৈভব অরোরা

Vaibhav Arora Accident: বৈভব অরোরা। ভারতের উদীয়মান ক্রিকেটারদের মধ্যে স্বতন্ত্র জায়গা ইতিমধ্যে তৈরি করে নিয়েছেন। টিম ইন্ডিয়ায় এখনও পর্যন্ত সেভাবে খেলার সুযোগ না পেলেও, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছেন। গত ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে কেকেআর ৮০ রানে জয়লাভ করেছে। কিন্তু আপনারা কি জানেন, একটি দুর্ঘটনার কারণে বৈভবের ক্রিকেট কেরিয়ার প্রায় শেষ হতে বসেছিল। কী হয়েছিল ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

ঘটনাটি ২০১৭ সালের। মোহালি ক্রিকেট স্টেডিয়ামে যাচ্ছিলেন বৈভব। ইতিমধ্যে একটি বাইক দুর্ঘটনায় মারাত্মক আক্রান্ত হন তিনি। এই দুর্ঘটনার পর অনেকেই মনে করেছিলেন বৈভবের ক্রিকেট কেরিয়ার বোধহয় শেষ হয়ে যাবে। প্রায় এক বছর ২২ গজের লড়াই থেকে দুরে থাকেন তিনি। চোট সারিয়ে ওঠার পর বৈভব হিমাচল প্রদেশে চলে যান। রবি বর্মা তাঁর নাম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনে নথিভূক্ত করে দেন। এরপর তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি।

চলতি Indian Premier League (IPL) টুর্নামেন্টে বৈভব দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত গত তিন ম্যাচে বৈভব মোট ৬ উইকেট শিকার করেছেন। প্রথম ম্যাচে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি ৪১ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। পরের ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৩ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। আর বৃহস্পতিবার (৩ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ রানে ৩ উইকেট শিকার করেন।

কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্য়াচ

Advertisment

চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স মোটামুটি ভাল পারফরম্য়ান্স করেছে। গত তিন ম্য়াচের মধ্যে তারা দুটোয় জয়লাভ করেছে। আগামী ৮ এপ্রিল লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর (Vaibhav Arora KKR) ব্রিগেড। এই ম্যাচটি ৬ এপ্রিল আয়োজন করার কথা ছিল। কিন্তু, রামনবমীর কারণে সেই তারিখটা পিছিয়ে দেওয়া হয়। আশা করা যায়, এই ম্য়াচেও বৈভব যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করবেন এবং কলকাতা নাইট রাইডার্সকে জেতাতে সাহায্য করবেন।

Indian Premier League (IPL) IPL 2025 Kolkata Knight Riders Vaibhav Arora KKR Vaibhav Arora Accident Vaibhav Arora