/indian-express-bangla/media/media_files/2025/10/01/vaibhav-suryavanshi-3-2025-10-01-11-21-14.jpg)
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi: ব্যাট হাতে অব্য়াহত বৈভব সূর্যবংশীর ঝড়। এবার তিনি অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। অনূর্ধ্ব-১৯ ক্যাঙারুদের বিরুদ্দে বৈভব সূর্যবংশী হাঁকালেন শতরান। বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছে। ইতিপূর্বে, এই দুই দেশের মধ্য়ে ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এবার টেস্ট ময়দানে একে-অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। প্রথম ম্য়াচেই বৈভব বিধ্বংসী ব্য়াটিং করলেন এবং শতরানের চৌকাঠ টপকে গেলেন।
সেঞ্চুরি হাঁকালেন বৈভব সূর্যবংশী
ভারত এবং অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে প্রথম ইউথ টেস্ট খেলা হচ্ছে। এই ম্যাচের দ্বিতীয় দিন বৈভব ঝোড়ো ব্যাটিং উপহার দিলেন। টিম ইন্ডিয়ার ১৪ বছর বয়সি এই ক্রিকেটার অপ্রতিরোধ্য গতিতে ব্যাট করতে শুরু করেন। আর সেইসঙ্গে মাত্র ৭৮ বলে হাঁকান শতরান। শেষপর্যন্ত ইনিংসের ৩৩ ওভারে হেডন শিলরের বলে ক্যাচ আউট হয়ে যান বৈভব। আর সেইসঙ্গে তাঁর ১১৩ রানের ইনিংস শেষ হয়ে যায়। তিনি মোট ৮৬ বল খেলেছেন। টেস্ট ম্য়াচে ১৩১.৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা, যথেষ্ট বড় একটা বিষয়। সুর্যবংশীর এই সেঞ্চুরিয়ন ইনিংসে মোট ৮ ছক্কা এবং ৯ চার রয়েছে। বৈভব বারংবার ক্রিকেটের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেই চলেছেন। অস্ট্রেলিয়ার প্রতিকূল উইকেটেও তিনি শতরান হাঁকিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করলেন।
Vaibhav Suryavanshi: ভারতের জার্সিতে ফের অ্যাকশনে বৈভব, এবার ক্যাঙারুর দেশে ঝড় তুলবেন Boss Baby
ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটেও ধামাকা অব্যাহত
যুব টেস্টে বৈভব সূর্যবংশী শতরান হাঁকানোর পর গোটা দেশ আপাতত তাঁকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে। তবে ইতিপূর্বে তিনি যুব ওয়ানডে এবং আইপিএল টি-২০ লিগেও শতরান হাঁকিয়েছেন। বিহারের ক্রিকেটার বৈভব সূর্যবংশী ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রাজস্থান রয়্য়ালসের হয়ে খেলতে নেমেছিলেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনি মাত্র ৩৮ বলে সেঞ্চুরি করেছিলেন। আর সেইসঙ্গে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরান করার রেকর্ড কায়েম করেন। এর পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে যুব ওয়ানডে সিরিজেও শতরান করেছিলেন তিনি। ৫৩ বলে ১৪৩ রানের একটি ধামাকাদার ইনিংস তিনি টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। ২০২৫ সালটা বৈভবের কেরিয়ারে চিরস্মরণীয় হয়ে থাকবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us