Vaibhav Suryavanshi slams 86 runs against England U19: ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। বৈভবের দুরন্ত ইনিংসের জোরে ভারত অনূর্ধ্ব-১৯ দল তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। এই জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-১ এগিয়ে গেল। সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ ৫ জুলাই ওরচেস্টারে হবে।
ভারত প্রথম ওয়ানডে ম্যাচ ৬ উইকেটে জিতেছিল, তবে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে এক উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায়। এরপর তৃতীয় ম্যাচ জিতে ভারত ফের এগিয়ে গেল।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতকে ২৬৯ রানের টার্গেট দেয়। বৃষ্টিবিঘ্নিত এই ৪০ ওভারের ম্যাচে ভারত ৩৪.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে নেয়। ভারতের হয়ে অভিজ্ঞান কুণ্ডু ও বৈভব সূর্যবংশী ওপেন করতে নামেন। দুজনের মধ্যে প্রথম উইকেটের জন্য ৩৮ রানের জুটি হয়। অধিনায়ক অভিজ্ঞান ১২ রানে আউট হন। তাঁর আউট হওয়ার পর বৈভবকে সঙ্গ দেন বিহান মালহোত্রা। দুজন মিলে দ্বিতীয় উইকেটের জন্য ৭৩ রান যোগ করেন। মালহোত্রা ৪৬ রান করে আউট হন।
আরও পড়ুন বিধ্বংসী ব্যাটিং বৈভবের, ইংরেজ বধ করে রণহুঙ্কার দিল ভারত
বৈভব মাত্র ৩১ বলে বিস্ফোরক ৮৬ রান করেন, যাতে ৯টি ছক্কা আর ৬টি চার ছিল। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৭৭.৪২। কৌশিক চৌহান ৪২ বলে অপরাজিত ৪৩ রান করেন, যেখানে ৬টি চার ও ১টি ছয় ছিল। আরএস অম্ব্রীশ ৩০ বলে অপরাজিত ৩১ রান করেন।
ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স ওয়েড সর্বাধিক ২টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে বৃষ্টির কারণে কমানো ওভারের ম্যাচে ৬ উইকেটে ২৬৮ রান তোলে। অধিনায়ক থমাস রেউ সর্বাধিক ৪৪ বলে ৭৬ রান করেন এবং ওপেনার বেন ডাকউইন্স ৬১ বলে ৬২ রান করেন। ভারতের হয়ে কনিষ্ক চৌহান ৩টি উইকেট নেন।