Vaibhav Suryavanshi: ৯ চার, ৪ ছক্কা! ব্যাট হাতে ফের তাণ্ডব বৈভবের, অল্পের জন্য হাতছাড়া ইতিহাস

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তারপর থেকেই নিয়মিতভাবে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন। বৈভব নিজের পারফরম্য়ান্সের দৌলতে সব জায়গা থেকেই আপাতত প্রশংসা কুড়োচ্ছেন।

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তারপর থেকেই নিয়মিতভাবে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন। বৈভব নিজের পারফরম্য়ান্সের দৌলতে সব জায়গা থেকেই আপাতত প্রশংসা কুড়োচ্ছেন।

author-image
Koushik Biswas
New Update
Vaibhav Suryavanshi

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশী। তারপর থেকেই নিয়মিতভাবে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন। বৈভব নিজের পারফরম্য়ান্সের দৌলতে সব জায়গা থেকেই আপাতত প্রশংসা কুড়োচ্ছেন। বিহারের এই ক্রিকেটার নিজের শহরেই আরও একবার ব্যাট হাতে গর্জে উঠলেন। 

Advertisment

Vaibhav Suryavanshi: সেঞ্চুরি করার পরই চূড়ান্ত ফ্লপ বৈভব, তবুও অস্ট্রেলিয়াকে দুরমুশ করল টিম ইন্ডিয়া

বৈভব শতরান হাতছাড়া করলেও, মাত্র ৬৭ বলে তিনি যে ইনিংস উপহার দিলেন, সেটা রনজি ট্রফিতেও টি-২০'র আনন্দ দিল। বৈভবের ব্য়াট থেকে একের পর এক ৯ ছক্কা বেরিয়ে এসেছে। সঙ্গে চারবার বলটাকে আকাশপথে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ, ছক্কা হাঁকিয়েছেন।

Advertisment

Vaibhav Suryavanshi Hits Century: বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় খবর, শুনলে গর্বিত হবেন আপনিও!

আরও একবার গর্জে উঠল বৈভবের ব্যাট

২০২৫ রনজি ট্রফিতে (Ranji Trophy 2025) মেঘালয় বনাম বিহার ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে বিহারের হয়ে খেলতে নেমেছিলেন বৈভব সূর্যবংশী। মেঘালয় ৭ উইকেট হারিয়ে ৪০৭ রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। এরপর বিহারের হয়ে অর্ণবের সঙ্গে ওপেন করতে নামেন বৈভব। ১৪ বছর বয়সি এই ব্যাটার প্রথম বল থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাট চালাতে শুরু করেন। এমন ব্যাটিংয়ের জন্যই তিনি গোটা ক্রিকেট বিশ্বে স্বনামধন্য।

Vaibhav Suryavanshi Age Controversy: বৈভবের বয়স নিয়ে এবার প্রশ্ন তুললেন ভারতেরই তারকা ক্রিকেটার, সামনে এল আসল সত্যিটা?

বৈভবের সামনে মেঘালয়ের বোলাররা কার্যত দিশেহারা হয়ে পড়েন। এই ম্য়াচে তিনি ৬৭ বলে ৯৩ রানের একটি বিস্ফোরক ইনিংস উপহার দেন। এই ইনিংস চলাকালীন তিনি ১৩৮-এর স্ট্রাইক রেটে ৯ চার এবং ৪ ছক্কা হাঁকিয়েছেন। টেস্ট ফরম্য়াটে বৈভব টি-২০ মেজাজে ব্যাট করেন। গোটা মাঠ জুড়ে তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দেন।

Vaibhav Suryavanshi: ধুলোয় মিশল বৈভবের মান-সম্মান, বিলেতে লজ্জার রেকর্ড গড়লেন Boss Baby

ইতিহাস হাতছাড়া করলেন বৈভব

তবে এই ম্য়াচে বৈভব বিধ্বংসী ব্যাটিং করলেও নিজের শতরান পূরণ করতে পারলেন না। ১৪ বছর বয়সি বৈভব একেবারে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু, মাত্র ৭ রান আগেই তিনি আউট হয়ে যান। বৈভব যদি সেঞ্চুরিটা হাঁকাতে পারতেন, তাহলে সর্বকনিষ্ট ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি হাঁকাতে পারতেন। এই রেকর্ডটি আপাতত ধ্রুব পাণ্ডবের দখলে রয়েছে। ১৯৮৮ সালে তিনি মাত্র ১৪ বছর ২৯৩ দিনে শতরান করেছিলেন। বৈভবের এই ম্য়াচটি খেলার সময় বয়স ছিল ১৪ বছর ২২২ দিন। 

Ranji Trophy 2025 Vaibhav Suryavanshi