Advertisment

টিকিট কেটে ধোনির খেলা দেখতেন! সেই আইডলকে দুবার আউট করে রূপকথা বরুণের

গত মরশুমে মাত্র একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে ৩ ওভারে ৩৫ রান খরচ করে ১ উইকেট পেয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে খেলার আগে ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ছিলেন। মহেন্দ্র সিং ধোনি মাঠে নামলে তো কথাই নেই। টিকিট কেটে সোজা মাঠে। চিদম্বরমন স্টেডিয়ামে কত্তবার যে সাক্ষাৎ ঈশ্বর ধোনিকে দেখেছেন! বৃহস্পতিবার ধোনিকে আউট করে সেই চরম ভক্ত বরুণ চক্রবর্তীর যেন একটা বৃত্ত সম্পন্ন হল। যিনি ক্রিকেটে আসার অনুপ্রেরণা তাঁকেই আউট করলেন আইপিএলের ময়দানে। একবার নয়, দু-দুবার। চলতি সিজনে ধোনির নেমেসিস হয়ে উঠেছেন তাঁকেই আরাধ্য করে বেড়ে ওঠা বরুণ চক্রবর্তী। তামিল স্পিনারের জীবনে এভাবেই রূপকথা ধরা দিল।

Advertisment

প্রথম ম্যাচে আউট করে স্বপ্ন পূরণ করেছিলেন আগেই। ফিরতি ম্যাচেও বরুণের শিকার ধোনি। ১৫তম ওভারে ধোনির লেগ স্ট্যাম্প উড়িয়ে দেন তিনি। মাত্র ১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান নিজের আইডলকে।

আরো পড়ুন: একসময় খেতে পেতেন না, পাঁচ উইকেট নিয়ে আবেগী বরুণের স্বীকারোক্তি প্রকাশ্যে

বরুণ চক্রবর্তীর বল হাতে রহস্য সত্ত্বেও কেকেআর ১৭৩ রান ডিফেন্ড করতে পারেনি। জাদেজা ব্যাট হাতে সিএসকেকে ফিনিশিং লাইন পার করিয়ে দেন।

ম্যাচের পরেই বরুণ চক্রবর্তীকে দেখা যায় ধোনির কাছে টিপস নিচ্ছেন। নিজের কেরিয়ারের ১৬ বছরের অভিজ্ঞতা ধোনি উপুড় করে দেন ক্রিকেটার-ফ্যানের কাছে। কেকেআরের ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করা হয় বরুণ এবং ধোনির সেই ভিডিও। ক্যাপশনে লেখা, "চিপক স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধ হয়ে খেলা দেখা থেকে এখন... বরুণের রূপকথা এগিয়েই চলেছে।"

আইপিএলে সত্যি বরুণ প্রতি ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন। গত মরশুমে মাত্র একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই ম্যাচে ৩ ওভারে ৩৫ রান খরচ করে ১ উইকেট পেয়েছিলেন। এই মরসুমের আইপিএলে লিগের সেরা ১০ জন উইকেট সংগ্রাহকদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন। ১২ ম্যাচে ইতিমধ্যেই তাঁর সংগ্রহে ১৫ উইকেট। দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেটও নিয়েছিলেন।

বরুণের দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও সিএসকের কাছে হেরে কেকেআরের প্লে অফে ওঠার সম্ভবনা কঠিন হয়ে পড়ল লিগ তালিকায় পাঁচ নম্বরে নেমে যাওয়ায়। প্লে অফে ওঠার জন্য শেষ দুটো ম্যাচ এখন কেকেআরের কাছে মাস্ট উইন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR MS DHONI
Advertisment