নির্বাচন কিসের ভিত্তিতে। সৌরভ গঙ্গোপাধ্যয় প্রশ্ন করে দেখুক। খোঁজ নিয়ে দেখা উচিত ওঁর। এমনভাবেই সৌরভকে বার্তা দিলেন বেঙ্গসরকার। সোমবারই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তিন ফরম্যাটের ক্রিকেটেই জায়গা হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তুখোড় ফর্মে থাকা সূর্যকুমার যাদবের।
রোহিত শর্মাকে বাইরে রাখা নিয়েই প্রবল বিতর্ক তৈরি হয়েছে সূর্যকুমারকে জায়গা না দেওয়ায়। টাইমস অফ ইন্ডিয়াকে প্রাক্তন নির্বাচক প্রধান জানিয়েছেন, "সূর্যকুমার এই মুহূর্তে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান ক্রিকেটার।অস্ট্রেলিয়া সফরে ওর জায়গা হয়নি দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। প্রতিভা যদি বিবেচ্য হয়, সূর্যকুমার বর্তমানে জাতীয় দলে সেরাদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। ধারাবাহিকভাবে ও রান করে চলেছে। জানি না, দলে স্থান পাওয়ার জন্য ওকে আর কী কী করতে হবে!"
আরো পড়ুন: রোহিতের বাদ পড়ায় কি বিরাটের ষড়যন্ত্র, ফুঁসছে ক্রিকেট মহল
বেশ কয়েক মরশুম ধরেই সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সূর্যকুমার। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০১৯ এ সূর্যকুমারের সংগ্রহে ৪২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন গত বছর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের জার্সিতেও দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হন। ৫১ গড়ে করেছিলেন ৩৬০ রান। এমন পারফরমেন্সের পরেও জাতীয় ফলে সুযোগ না পাওয়ায় প্রবল বিতর্ক।
বেঙ্গসরকার তাই সরাসরি সৌরভের হস্তক্ষেপের দাবি করে বলেছেন, "একজন ব্যাটসম্যান ২৬ থেকে ৩৪ বছরের মধ্যে সেরা ফর্মে থাকে। এই মুহূর্তে সূর্য (৩০ বছর) ফর্মের তুঙ্গে রয়েছে। যদি ফর্ম এবং ফিটনেস বিবেচ্য না হয়, তাহলে যোগ্যতামান কী? কেউ কি আমাকে বলতে পারবে? রোহিত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ায় সূর্যকুমারকে রাখা উচিত ছিল মিডল অর্ডারকে শক্তপোক্ত করার জন্য। বোর্ড সভাপতি সৌরভকে দেখতে হবে সূর্যকুমারকে বাদ দেওয়ার পিছনে মোটিভ কী!"
বেঙ্গসরকারের কথাতেই সায় দিয়ে টুইট করেছেন মনোজ তিওয়ারিও। তাঁর টুইটের বয়ান, "বেশ কয়েক বছর ধরে টানা পারফর্ম করেও সূর্যকুমার সুযোগ পাচ্ছে না। কিছুদিন পর আড্ডা দিতে গিয়ে লোকে বলবে ভুল সময়ে জন্মগ্রহণ করেছিল কিংবা খেলেছিল। আমি বলব, তুমি তোমার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেই খেলতে পারতে।" হরভজনও সূর্যকুমারকে বাইরে রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না।
Hard luck @akshar2026 and @surya_14kumar on not making it to the indian team dis time. Some years down d line, few cosy group of people will say that u both were born/played at d wrong Era but i would say u cud have easily played along side ur competitors ????
— MANOJ TIWARY (@tiwarymanoj) October 26, 2020
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে সূর্যকুমার কেকেআর স্কোয়াডের অংশ ছিলেন। তিনি ২০১২ সাল থেকে ৯৬টি আইপিএল ম্যাচ খেলে করেছেন ১৮২৭ রান। টি২০ ক্রিকেটে সূর্যকুমার মোট ৩২৯৫ রান করেছেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন