/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Hardik-Pandya.jpg)
হার্দিক পাণ্ডিয়া। ফাইল ছবি
বিশ্রাম নয়, বাদ-ই দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ আপাতত কালো মেঘে ঢাকা। চোট নিয়ে রহস্য ছিল। স্রেফ একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে চেয়েছিলেন জাতীয় দলে। তবে আইপিএল এবং তারপরে টি২০ বিশ্বকাপে শোচনীয় ব্যর্থ হওয়ার পরেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছে জাতীয় দল থেকে। বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মহম্মদ শামিদের বিশ্রাম দিলেও, হার্দিককে বাদ-ই দিয়েছেন নির্বাচকরা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজে জাতীয় দলে পেসার অলরাউন্ডার হিসাবে জায়গা হয়েছে ভেঙ্কটেশ আইয়ারের। সরাসরি হার্দিককে বাইরে রাখার কারণ নির্বাচকরা খোলসা না করলেও, টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হার্দিকের ওপরে আর ভরসা করতে চাইছেন না নির্বাচকরা। বলে দেওয়া হচ্ছে, স্রেফ একজন ব্যাটসম্যান হিসাবে হার্দিককে খেলানোর কোনও যুক্তিই নেই।
আরও পড়ুন: ভাগ্য সঙ্গ দিল না ইন্ডিয়ার এই পাঁচ তারকাকে! জাতীয় দল থেকে সটান বাদ
ভারতীয় ক্রিকেটে সিমার অলরাউন্ডার বিরল বস্তু। হার্দিকের বিকল্প হিসেবে বিজয় শঙ্কর এবং শিবম দুবেকে মাঝে দলে খেলানো হলেও, কেউই যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। হার্দিক একের পর এক দুরন্ত পারফরম্যান্সে জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছিলেন। তবে ২০১৯-এ পিঠে অস্ত্রোপচারের পরেই যত সমস্যার সূত্রপাত।
বিশ্বকাপে অলরাউন্ডার হিসাবে হার্দিক পান্ডিয়াকে রাখা হলেও ২০২১-এর আইপিএলে এক ওভারও বল হাতে দেখা যায়নি তারকাকে। আর বিশ্বকাপের পরেই নির্বাচকরা কার্যত উপলব্ধি করতে পেরেছেন, পড়তি ফর্মের হার্দিককে আর পুরোনো মেজাজে পাওয়া যাবে না। তাই হার্দিককে অতীত ধরে নিয়েই নির্বাচকরা ভবিষ্যতের দিকে ফোকাস করছেন।
হার্দিকের বিকল্প হিসেবে নির্বাচকদের খাতায় আপাতত ভেঙ্কটেশ আইয়ারের নাম। উল্কার গতিতে কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে উত্থান ঘটিয়েছেন। ওপেনিংয়ে দুরন্ত ব্যাটিং করার পাশাপাশি বল হাতে কার্যকরী ভূমিকাও নিতে পারেন তিনি। আইপিএলের আমিরশাহি পর্বে কার্যত আইয়ারের দুরন্ত ফর্মে ভর করেই কেকেআর প্লে অফে এবং তারপরে ফাইনালে পৌঁছেছিল। আইপিএলে পারফর্ম করেই নির্বাচকদের আস্থা অর্জন করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন: দুরন্ত খেলেও বারবার বাতিলের খাতায়! ক্ষোভ উগরে দিলেন সঞ্জু স্যামসন
আমিরশাহি পর্বে ১০ ম্যাচ খেলে আইয়ার ৪১.১১ গড়ে ১২৮.৪৭ স্ট্রাইক রেটে ৩৭০ রান করেছেন। বল হাতে চার ইনিংসে তিনটে উইকেটও দখল করেন মধ্যপ্রদেশের এই তারকা। ২০২২ টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি স্তরে আইয়ারকে তৈরি রাখতে চাইছেন।
নির্বাচকদের তরফে বার্তা স্পষ্ট, হার্দিককে ফের জাতীয় দলে জায়গা পেতে হলে পূর্ণ ফিটনেসের প্রমাণ দিয়ে অলরাউন্ডার হিসাবে নিজের ফর্ম দেখাতে হবে। তারপরেই ভেবে দেখা হবে তাঁর বিষয়। আপাতত তিনি অতীত। ভবিষ্যত ভেঙ্কটেশ আইয়ার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন