Venkatesh Iyer KKR: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের জন্য কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে কোমর বাঁধতে শুরু করেছে। এই মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে কেকেআর। বুধবার (১৯ মার্চ) কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে গোটা দল এসেছিল। সেখানেই দলের নয়া অধিনায়ক অজিঙ্কা রাহানেকে প্রশংসায় ভরিয়ে দিলেন সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। এই বছর মেগা নিলামের আগেই শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স এই মরশুমে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন। এই পরিস্থিতিতে শ্রেয়সের ছেড়ে যাওয়া সিংহাসনে বসানো হয়েছে অজিঙ্কা রাহানেকে। এই অনুষ্ঠানে ভেঙ্কটেশ আইয়ার বললেন, রাহানের প্রভাব ইতিমধ্যে দলের প্রত্যেকে অনুভব করতে শুরু করেছে।
ভেঙ্কটেশ বললেন, 'রাহানে একজন অসাধারণ অধিনায়ক। একথা আমি চোখ বন্ধ করে বলতে পারি। ও নিজে থেকেই দলের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছে। কীভাবে দলের মধ্যে সংহতি আনা যায়, সেই চেষ্টাও করেছে। আমরা এমন একজনকে নিয়ে আলোচনা করছি, যে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছে। সঙ্গে আরও কয়েকটি আইপিএল দলের হয়ে ক্যাপ্টেন্সি করেছে। রাহানে সবসময় নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারে। চাপের মুখে ভেঙে পড়ে না। মাঠের সর্বত্র রান করতে পারে। ওর থেকে আমি অনেককিছু শিখতে পারব। সেকারণে ওর নেতৃত্বে খেলার জন্য আমি মুখিয়ে আছি।'
গত কয়েকবছর ধরেই কেকেআর পরিবারের অবিচ্ছেদ্য সদস্য হলেন ভেঙ্কটেশ আইয়ার। এবার তাঁর হাতে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এই বাড়তি দায়িত্ব পেয়ে কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে ভেঙ্কটেশ বললেন, 'আমি আলাদা করে কোনও প্রস্তুতি গ্রহণ করিনি। আমি বরাবরই নিজেকে অধিনায়ক মনে করে ক্রিকেটটা খেলেছি। ফলে এটা আমার কাছে একেবারে নতুন বিষয় না। ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই আমি নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। সবথেকে বড় কথা, এটা পুরোটাই মনের ব্যাপার। যদি মানসিকভাবে আপনি এই ভূমিকা গ্রহণ করেন, যদি দায়িত্ব গ্রহণ করার সদিচ্ছা থাকে, সেক্ষেত্রে তো বলব অর্ধেকটা কাজ আমি করেই ফেলেছি। আমাদের প্রস্তুতি খুব ভাল হচ্ছে। দলে যথেষ্ট ভাল ভাল ক্রিকেটার রয়েছেন। আসন্ন আইপিএল মরশুমের দিকে আমি তাকিয়ে রয়েছি।'