scorecardresearch

বড় খবর

পাকিস্তানই তো নরক! দাউদের বেয়াই মিয়াঁদাদকে এবার ধোঁয়ায় ওড়ালেন প্রসাদ-অশ্বিন

মিয়াঁদাদকে ধুয়েমুছে একাকার করলেন প্রসাদ

পাকিস্তানই তো নরক! দাউদের বেয়াই মিয়াঁদাদকে এবার ধোঁয়ায় ওড়ালেন প্রসাদ-অশ্বিন

এশিয়া কাপ নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করে বসেছেন জাভেদ মিয়াঁদাদ। জানিয়ে দিয়েছেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে নরকে যাবে! মিয়াঁদাদকে এবার পাল্টা সবক শেখালেন ভেঙ্কটেশ প্রসাদ।

এশিয়া কাপ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়া যাবে না। তাই এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তারপরেই বিষ্ফোরকভাবে জাভেদ মিয়াঁদাদ বলে দিয়েছিলেন, “ভারত নরকে যাক, এশিয়া কাপে পাকিস্তানে খেলতে না এলে।” মিয়াঁদাদকেই পাল্টা ঠুকে এরপরে প্রসাদ সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছেন, “ওঁরা (ভারতীয় দল) নরকে যেতে অস্বীকার করছে।”

মিয়াঁদাদকে পাল্টা দিয়েছেন জাতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। নিজের ইউটিউব চ্যানেলে বলতে গিয়ে দক্ষিণী স্পিনার বলেছেন, “এর আগেও এমনটা আমরা বহুবার দেখেছি, তাই না? আমরা যখনই বলেছি, এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাব না। তখনই তো ওঁদের বলতে শোনা গিয়েছে, ওঁরাও এখানে আসবে না!”

আরও পড়ুন: পাকিস্তানে না এলে ভারত জাহান্নামে যাক! কোহলি-রোহিতদের অভিশাপে ভাসিয়ে দিলেন মিয়াঁদাদ

কয়েকদিন আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল বাহরিনে। বৈঠকে বিদেশি দলগুলোর নিরাপত্তায় জোর দিয়ে ঘরের মাঠেই এশিয়া কাপ আয়োজনের পক্ষপাতী ছিল পাকিস্তান। এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মত দল পাকিস্তানে গিয়ে নিরাপদে সফর সমাপ্ত করেছে। ভারতের সঙ্গে আগের মত ক্রিকেট সম্পর্ক স্থাপনেও আগ্রহী পাকিস্তান। তবে বিসিসিআই কোনওভাবেই কোহলিদের পাকিস্তানে পাঠাতে আগ্রহী নয়।

আরও পড়ুন: কোহলি-রোহিতের ঝামেলায় দাবানল জ্বলে টিম ইন্ডিয়ায়! শাস্ত্রীর প্রশংসা করে বিষ্ফোরক এবার কোচ শ্রীধর

প্রসঙ্গত, পাকিস্তানের এক ইভেন্টে সরাসরি মিয়াঁদাদ বলে বসেন, “পাকিস্তানে খেলতে না এলে ভারত নরকে যাবে। ওঁরা না এলে আমাদের কিছু যায় আসে না। কারণ আমরাই এবার আয়োজক দেশ। এটা আইসিসির কর্তব্য। আইসিসি যদি এই পরিস্থিতি সামলাতে না পারে, তাহলে গভর্নিং বডি থাকার কি দরকার! সমস্ত দলের ক্ষেত্রে একই নিয়ম হওয়া দরকার। যদি কোনও দল না আসে, তাহলে তাদের পুরোপুরি বাতিল করে দেওয়া উচিত।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Venkatesh prasad slams javed miandad after hel remark asia cup india pakistan