পিএসএল চলাকালীন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে করাচিতে। তারপরই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। শুক্রবার করাচি পুলিশ প্রধানের বাড়িতে জঙ্গি হামলা সত্ত্বেও সূচি মেনেই পিএসএল-এর বাকি ম্যাচ হবে। এমনটাই জানিয়ে দিচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।
নাজাম শেঠি জানিয়েছেন, গোটা টুর্নামেন্টেই কড়া নিরাপত্তা রয়েছে। সেরকমভাবেই বাকি ম্যাচ খেলা হবে। "সূচি মেনেই পিএসএল-এই বাকি ম্যাচ হবে। সমস্ত ক্রিকেটারের নিরাপত্তার ওপর কড়া নজর রাখা হয়েছে।" বলেছেন নাজাম শেঠি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্য এক আধিকারিক বলেছেন, নিরাপত্তা এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই টুর্নামেন্ট চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আধিকারিক বলেছেন, "যে হামলার ঘটনা ঘটেছে, তার সঙ্গে পাকিস্তান সুপার লিগের কোনও সম্পর্ক নেই।" শনিবার এবং রবিবার জোড়া পিএসএল ম্যাচ রয়েছে করাচির জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচের আগে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি তালিবানি জঙ্গি হামলায় করাচিতে ৭ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ১৯জন। প্রবল অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তালিবানি জঙ্গিগোষ্ঠী ২৫টি গ্রেনেড ছোড়ে, সেই সঙ্গে খোলাখুলি গুলিবর্ষণও করে।
এই ঘটনার পরেই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। টুইটারে লিখেছেন, "জঙ্গি পুষলে এরকমটাই হওয়ার কথা। জঙ্গিদের প্রতি দেশ অসহনশীল হতে না পারার জন্য নিরীহ মানুষদের প্রাণ গেল। জানতে পেরে আরও খারাপ লাগছে।"
জঙ্গি হামলায় নিহত পাকিস্তানিদের প্রতি সমবেদনা জানিয়েছেন পিএসএল খেলতে আসা দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটার রিলি রসৌও।