Advertisment

জয় শাহের বোর্ডে চুক্তি আম্বানির রিল্যায়েন্সের সহযোগী সংস্থার! বড় আপডেট দিল BCCI

বোর্ডে এবার আম্বানির থাবা

author-image
IE Bangla Sports Desk
New Update
jay-shah-ind

জয় শাহ

বৃহস্পতিবার বড়সড় ঘোষণা করল বিসিসিআই। ২০২৩-২০২৮ ক্রিকেট সাইকেলে বিসিসিআইয়ের মিডিয়া স্বত্ত্ব পেল রিল্যায়েন্সের সহযোগী সংস্থা ভায়াকম-১৮। মুম্বইতে বোর্ডের মিডিয়া স্বত্ত্বের নিলামে অংশ নিয়েছিল সোনি স্পোর্টস, ভায়াকম-১৮ এবং ডিজনি স্টার।

Advertisment

ভায়াকম-১৮ নিজেদের স্পোর্টস প্রোফাইল বাড়াতে চায়। হোম সিরিজে ভারতের ক্রিকেট দলের সম্প্রচার লোভনীয় স্বত্ত্ব গুলোর অন্যতম। আর ভায়াকম-এর মিডিয়া স্বত্ত্ব অর্জন ভিউয়ারশিপ এবং রেভিনিউয়ের ক্ষেত্রে অন্যতম বড় ঘটনা।

এর আগেই সাইকেলে ২০১৮-ই ডিজনি স্টার এই স্বত্ত্ব পেয়েছিল ৬১৩৮ কোটি টাকায় (ম্যাচ পিছু ৬০ কোটি)। এই সাইকেলে সেই স্বত্ত্ব বিক্রির মূল্যায়ণ গিয়ে দাঁড়াল ৫৯৬৬.৪ কোটি টাকা (ম্যাচ পিছু ৬৭.৮ কোটি টাকা)।

বড়সড় ঘোষণা করে বোর্ড সচিব জয় শাহ টুইটারে জানিয়েছেন, "অভিনন্দন @viacom18 আগামী ৫ বছরের জন্য @BCCI মিডিয়া রাইটস টিভি এবং ডিজিটাল রাইটস জেতার জন্য। আইপিএল এবং মহিলাদের আইপিএলের পরে ভারতীয় ক্রিকেট উভয় ক্ষেত্রেই সম্প্রসারণ ঘটবে। একসঙ্গে আমরা ক্রিকেট ভক্তদের সঙ্গে থাকব।"

এছাড়াও বছরের পর বছর ধরে আপনার সমর্থনের জন্য স্টার ইন্ডিয়া এবং ডিজনি প্লাস হটস্টার-কে অনেক ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে সারা বিশ্বে তার ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।"

সব মিলিয়ে ভায়াকমের বোর্ডে চুক্তি বড় ঘটনা ভারতীয় ক্রিকেটে।

Indian Cricket Team BCCI Indian Team
Advertisment