New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/05/CP57PcNlMiNdzLguakPx.jpg)
Rahul Dravid: অটো চালকের সঙ্গে বচসায় রাহুল দ্রাবিড় (স্ক্রিনগ্র্যাব)
Rahul Dravid: অটো চালকের সঙ্গে বচসায় রাহুল দ্রাবিড় (স্ক্রিনগ্র্যাব)
Rahul Dravid altercation with Auto Driver: ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুতে একটি অটোর সঙ্গে ছোট দুর্ঘটনায় জড়িয়ে পড়লেন। একজন পথচারী সেই ভিডিওতে ক্যামেরাবন্দিও করলেন। ক্ষুব্ধ দ্রাবিড় কন্নড় ভাষায় ড্রাইভারের সঙ্গে তর্ক করছেন, এমন ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে ভিডিওতে দুজনেই নিরাপদ বলে মনে করা হচ্ছে।
সংবাদসংস্থার মতে, দুর্ঘটনা কানিংহাম রোডে ঘটেছিল। অটো চালকের বিরুদ্ধে ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় দ্রাবিড়ের গাড়ির পিছনে ধাক্কা মারার অভিযোগ। মনে করা হচ্ছে, দ্রাবিড় ইন্ডিয়ান এক্সপ্রেস সার্কেল থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন।
ভিডিওতে, সাধারণত শান্ত স্বভাবের জন্য পরিচিত দ্রাবিড়কে ক্ষুব্ধ অবস্থায় দেখা গিয়েছে। তিনি গাড়ি থেকে বেরিয়ে গাড়ির যখন ক্ষতি পরীক্ষা করছিলেন, সেই সময় ড্রাইভারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। আরও জানা গিয়েছে, দ্রাবিড় ঘটনাস্থল ত্যাগ করার আগে ড্রাইভারের যোগাযোগ নম্বরও নেন। যদিও কোনও আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
Rahul Dravid’s Car touches a goods auto on Cunningham Road Bengaluru #RahulDravid #Bangalore pic.twitter.com/AH7eA1nc4g
— Spandan Kaniyar ಸ್ಪಂದನ್ ಕಣಿಯಾರ್ (@kaniyar_spandan) February 4, 2025
ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে যে সমস্যাটি ঘটনাস্থলেই মীমাংসা হয়ে গিয়েছে। সমস্যার মীমাংসা হয়ে গেলেও বর্তমানে এই ঘটনা ইন্টারনেটে মিম-জগতে ছয়লাপ হয়ে গিয়েছে। অনেক নেটিজেনই এক ক্রেডিট কোম্পানির বিজ্ঞাপনের কথা উল্লেখ করেছেন, যেখানে দ্রাবিড় নিজেকে 'ইন্দিরানগরের গুন্ডা' বলে উল্লেখ করেছিলেন।
দ্রাবিড় বর্তমানে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দায়িত্বে ফিরে যাওয়ার আগে বেঙ্গালুরুতে বাড়িতে কিছু সময় কাটাচ্ছেন।