Advertisment

Virat Kohli: বিরাট-রোহিতকে দিয়ে সুকৌশলে ব্যাটের প্রমোশন বাংলাদেশির! বাংলায় কথা বলে ঝড় কোহলিরও, দেখুন ভিডিও

Virat Kohli Speaking Bengali: পুজোর আগে বিরাটের মুখে নিখুঁত বাংলা! বাংলাদেশি তারকার সামনে ব্যাপক বাঙালিয়ানা কিংয়েরও দেখুন ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli speaking bengali

Virat Kohli fluent bengali: বাংলায় কথা বলে অবাক করে দিলেন বিরাট কোহলি (টুইটার স্ক্রিনগ্র্যাব)

Virat Kohli Speaking Bengali: কানপুরেই সম্ভবত কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। তারপর সৌজন্যের বার্তা দিয়ে ম্যাচ শেষেই কোহলি নিজের ব্যাট উপহার দেন বাংলাদেশি অলরাউন্ডারকে। কোহলির সেই সৌজন্যই যেন ফিরিয়ে দিল বাংলাদেশ। 

Advertisment

 

বাংলাদেশের এক ব্যাট প্রস্তুত কারক সংস্থার হয়ে মেহেদি হাসান মিরাজ ভারতের একাধিক তারকাকে ব্যাট উপহার দিয়েছেন কানপুর টেস্টের পরেই। এর মধ্যে কোহলির সঙ্গে মেহেদির সেই ব্যাট-সৌজন্যই অন্য কারণে শিরোনামে।

 

মিরাজ নিজের কোম্পানির ব্যাট বিরাটকে উপহার দেওয়ার পরে বলে দেন, বিরাট কোহলি এই ব্যাট মনে ধরেছে। এরপরেই কোহলিকে পাল্টা ভাইরাল সেই ভিডিওয় নিখুঁত বাংলায় বলতে দেখা যায়, "খুব ভালো আছে।" সেই সঙ্গে ইংরেজি-হিন্দিতে মিশিয়ে আরও সংযোজন, "বেশ ভালো ব্যাট। বহোত আচ্চা ব্যাট হ্যায়। ভালো কাজ চালিয়ে যান। এভাবেই ব্যাট বানিয়ে যান।"

 

মেহেদি তাঁর আগে নিজের কোম্পানির ব্যাট গিফট করেছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মাকেও। হিটম্যান-ও বাংলাদেশি অলরাউন্ডারকে শুভেচ্ছা জানান।বলে দেন, মেহেদি নিজের বন্ধুদের সঙ্গে এই ব্যাট কোম্পানি তৈরি করেছেন। রোহিত বলে দিয়েছিলেন, "বহুদিন মেহেদিকে চিনি। বেশ ভালো ক্রিকেটার ও। বন্ধুদের সঙ্গে মিলে ব্যাট কোম্পানি গড়ে তোলায় ওঁর জন্য গর্ববোধ হচ্ছে। ওঁর জন্য অনেক শুভেচ্ছা রইল। ঈশ্বর ওঁকে সাফল্য এনে দিক। আশা করি এই কোম্পানি বাকিদের থেকে আরও উঁচুতে উঠবে।"

 

ভারত নাটকীয়ভাবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়াশ করেছে বাংলাদেশকে। প্ৰথম টেস্টে চেন্নাইয়ে ২৮০ রানে জিতে ভারত কানপুর টেস্টে নেমেছিল। তবে প্ৰথম তিন দিন মিলিয়ে কানপুরে খেলা হয়েছিল মাত্র ৩৪ ওভার। ধরে নেওয়া হয়েছিল ম্যাচ ড্র হতে চলেছে। তবে ভারত টি২০ মেজাজে বাংলাদেশকে ধোবি-ওয়াশ করে দেয়। বাকি দুদিনের মধ্যে একটা সেশন বাকি থাকতেই বাংলাদেশকে ৭ উইকেটে গুঁড়িয়ে আসে স্মরণীয় জয়।

 

টেস্ট সিরিজ সমাপ্তির পর ভারত আপাতত তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিযে নামবে ভারত।

Virat Kohli Rohit Sharma Bangladesh Cricket Cricket News Bangladesh Cricket Team
Advertisment