Advertisment

ভিডিও: চাহালের বাইসেপস নিয়ে মস্করা রোহিতের

রোহিত শর্মা আপাতত একটি ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি ছক্কা হাকানোর মালিক। চলতি বছরে এখনও পর্যন্ত তিন ফর্ম্যাট মিলিয়ে ৬৬টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Rohit Sharma Yuzvendra Chahal

চাহালের সঙ্গে হিটম্যানের রসিকতা (টুইটার)

শততম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে খেলতে নেমে রোহিত শর্মা স্মরণীয় করে রাখলেন লক্ষীবারের রাত। ছটা ছক্কা দিয়ে সাজানো রোহিতের ৪৩ বলে ৮৫ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ভারত ৮ উইকেটে সহজ জয় পেয়েছে। তারপরেই রোহিতকে দেখা গেল চাহাল টিভি-র সামনে আবির্ভূত হতে।

Advertisment

বিসিসিআইয়ের ওয়েবসাইটে-তে সম্প্রচারিত হয় চাহাল শো। যেখানে চাহাল নিজে প্রশ্নকর্তা, সাংবাদিকের ভূমিকায়। সেখানেই চাহাল ক্যাপ্টেন রোহিতকে প্রশ্ন করলেন, "তুমি যে এত ছক্কা হাকাও, এত শক্তির উৎস কী!" রোহিত রসিকতার সুরে চাহালকে বলেন, "তুই-ও ছক্কা হাকাতে পারবি। তোর মাসলটা তো একবার সবাইকে দেখা।"

আরও পড়ুন ভিডিও: আম্পায়ারের ‘ভুল’ সিদ্ধান্ত, মেজাজ হারিয়ে গালিগালাজ রোহিতের

ছক্কার রাজা রোহিতকে বৃহস্পতিবার বাংলাদেশি বোলারদের উপর চড়াও হতে দেখা গিয়েছিল। মোসাদ্দেক হোসেনের একওভারে পরপর তিন বলে বল ছক্কা হাকালেন রোহিত। সেই মুহূর্তের কথা রোহিতকে জিজ্ঞাসা করা হলে, রোহিত বলেন, তিনি ওভারের প্রতিটি বলই বাউন্ডারির পার করতে চেয়েছিলেন। তবে চতুর্থ বল মিস করে বসায়, তিনি নিজেকে সংযত করেন।

আরও পড়ুন ছয়ের রাজা রোহিত শর্মা, বলছে পরিসংখ্য়ান

তারপরেই রোহিত চাহালকে বলেন, "ছক্কা হাকানোর জন্য প্রকাণ্ড চেহারা কিংবা পেশীবহুল হওয়ার প্রয়োজন নেই, এমনকি তুই-ও ছক্কা হাকাতে পারিস। ছক্কার জন্য কেবলমাত্র শক্তি-ই নয়, প্রয়োজন নিঁখুত টাইমিং-ও। ব্যাটের মাঝখানে বল লাগতে হবে। মাথা সোজা থাকবে। তাই ছয় মারার জন্য একাধিক বিষয় প্রয়োজন।"

রোহিত শর্মা আপাতত একটি ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি ছক্কা হাকানোর মালিক। চলতি বছরে এখনও পর্যন্ত তিন ফর্ম্যাট মিলিয়ে ৬৬টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন তিনি। ২০১৭ ও ২০১৮ সালেও এই তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ২০১৭ সালে রোহিতের ব্যাট থেকে বেরিয়েছিল ৬৫টি ছক্কা। ২০১৮ সালে রোহিত হাকিয়েছিলেন ৭৪টি। প্রসঙ্গত, আন্তর্জাতিক টি২০-তে সবথেকে বেশি ছক্কা হাকানোর রেকর্ডও রয়েছে রোহিতের।

Read the full article in ENGLISH

Yuzvendra Chahal Rohit Sharma
Advertisment