/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/vietnam-siu.jpg)
গোল করে রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করতে চেয়েছিলেন। তবে এতে যে হিতে বিপরীত হবে। ভাবতে পারেননি। হাসপাতালে যেতে হল সেইজন্য।
ভিয়েতনাম চ্যাম্পিয়নশিপে ভিয়েটেল এফসির হয়ে খেলতে নেমেছিলেন ট্রান হং কিয়েন। তিনিই গোল করে রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করতে চেয়েছিলেন। তবে তা শেষমেশ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গোল করেই তারকা টাচলাইনের দিকে ছুটে যান। তবে লাফিয়ে ল্যান্ড করার সময়েই বিপত্তি। স্প্যানিশ প্রচারমাধ্যমে বলা হয়েছে, ল্যান্ড করার সময়ে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায়।
গোলের পর রোনাল্ডোর ট্রেডমার্ক উদযাপন ভঙ্গি ফুটবল বিশ্বে দারুণ জনপ্রিয়। এই ভাবে উদযাপনে গোল করার আনন্দের তীব্র উচ্ছ্বাস অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করা হয়। স্প্যানিশে 'সিউ' শব্দের অর্থ 'হ্যাঁ'।
Vietnam U-17 liginde bir genç futbolcu, Cristiano Ronaldo'nun 'Siuu' sevincini yaparken sakatlanıp oyundan çıktı.#Vietnam#Futbolpic.twitter.com/gcM9PxxST9
— SPOR (@yenisafakspor) March 23, 2023
যাইহোক, রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিড়ে ফেলা তারকার প্রাথমিক পরিচর্যা শুরু করে দেন সতীর্থরাই। তারপরেও উচ্ছ্বাসে খামতি দেখাননি তিনি। সোজা দাঁড়িয়ে বুকের কাছে আঙ্গুল ধরে রোনাল্ডোর নতুন সেলিব্রেশন 'পিস অফ মাইন্ড'ও করে যান।
যাইহোক, খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন তিনি। শেষে হাসপাতালে যেতে হয় তাঁকে।
Read the full article in ENGLISH