বিশ্বকাপের দলে বিতর্কিত নির্বাচন! সেই ভারতীয় তারকাই এবার বিয়ের পিঁড়িতে বসলেন

হায়দরাবাদের জার্সিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত গত আইপিএলে মাত্র সাতটা ম্যাচে খেলেছিলেন। ব্যাট হাতে ১০১ রান করার পাশাপাশি ৪টে উইকেটও দখল করেন।

হায়দরাবাদের জার্সিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত গত আইপিএলে মাত্র সাতটা ম্যাচে খেলেছিলেন। ব্যাট হাতে ১০১ রান করার পাশাপাশি ৪টে উইকেটও দখল করেন।

author-image
IE Bangla Web Desk
New Update

বিশ্বকাপে আম্বাতি রায়াডুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছিল বিজয়শঙ্করকে। বিশ্বকাপের নির্বাচনী বিতর্কে ব্যাপক প্রশ্নের মুখে পড়েছিলেন তৎকালীন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। সেই বিজয়শঙ্করই বুধবার কার্যত সকলের অলক্ষ্যে বিয়ে সেরে ফেললেন। কোভিড সতর্কতা মেনে দীর্ঘদিনের বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরনের গলায় মালা দিলেন।

Advertisment

জাতীয় দলের হয়ে খেলা এই অলরাউন্ডার গত বছরের ডিসেম্বর মাসেই বাগদান পর্ব সেরে ফেলেছিলেন। তারপরে ভাইরাস দুর্যোগের কারণে বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গিয়েছিল। সংক্রমণের প্রকোপ কমতেই এবার সাতপাকে বাঁধা পড়লেন তিনি।

আরো পড়ুন: ধোনির ‘সতীর্থ’ বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও

Advertisment

তিনি যে দলের হয়ে আইপিএলে খেলেন সেই সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্টে নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানায়। টুইটার ক্যাপশনে লেখে, "বিশেষ দিনে বিজয় শঙ্করকে শুভেচ্ছা। বিবাহিত জীবন সুখের আনন্দের হোক।"

৩০ বছরের ক্রিকেটার বিয়ে সেরে ফেলতেই কেএল রাহুল, করুণ নায়ার, যুজবেন্দ্র চাহালদের মত তারকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন।

হায়দরাবাদের জার্সিতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত গত আইপিএলে মাত্র সাতটা ম্যাচে খেলেছিলেন। ব্যাট হাতে ১০১ রান করার পাশাপাশি ৪টে উইকেটও দখল করেছিলেন।

জাতীয় দলের হয়ে ১২টি একদিনের এবং ৯টি টি২০ ম্যাচে অংশ নিয়েছেন। সবমিলিয়ে ৩২৬ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৪৫। বল হাতে ৯টি উইকেট শিকার করেছেন।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team