Advertisment

রাজধানীর রাজপথে কুস্তিগির-পুলিশের 'দঙ্গল', আটক ভিনেশ-বজরং-সাক্ষীরা

ভিনেশ ফোগাট অভিযোগ করেছেন “গণতন্ত্রকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে"।

author-image
IE Bangla Sports Desk
New Update
delhi news live updates, delhi news live, delhi news today, delhi wrestlers protest, delhi new parliament building inauguration, wrestlers parliament protest, delhi police, delhi parliament protest, delhi weather today, delhi traffic, delhi politics, aap, bjp, congress, delhi news, indian express

যন্তর মন্তরে বিক্ষোভকারী কুস্তিগীর এবং পুলিশের মধ্যে সংঘর্ষ। আটক কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া।  নতুন সংসদ ভবনের উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মিছিলে বাঁধা দেয়  পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ। যার মধ্যে রয়েছেন কুস্তিগীর বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক। অভিযোগ যন্তর মন্তর থেকে সমস্ত তাঁবু সরিয়ে নিয়েছে পুলিশ। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে।

Advertisment

আজ নতুন সংসদ ভবনে প্রতিবাদী কুস্তিগীরদের 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর আগে যন্তর মন্তরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর কুস্তিগীর ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াকে অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে আটক করা হয়েছে। এর আগে, ভিনেশ ফোগাট অভিযোগ করেছিলেন “গণতন্ত্রকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে"। তিনি আরও বলেছিলেন যে জণগন মনে রাখবে যে "নতুন সংসদের উদ্বোধনের সময় "যে মহিলারা রাজপথে তাদের অধিকার দাবি করেছিল তাদের কীভাবে দমন করা হয়েছিল"। এদিকে, পুলিশ বিকেইউ হরিয়ানার প্রধান গুরনাম সিং চাদুনি সহ হরিয়ানার বেশ কয়েকজন কৃষক নেতাকে আটক করেছে। প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থনে তাদের দিল্লির দিকে মিছিল করার কথা ছিল।

জাতীয় কুস্তি সংস্থার (WFI) প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Singh) গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন জাতীয় স্তরের কুস্তিগিররা। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবার একই দাবিতে সুর মেলালেন কৃষকদের বড় অংশ। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে সকাল থেকেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে দিল্লির রাজপথ।

২৩ এপ্রিল থেকে বিক্ষোভকারীরা যন্তর মন্তরে তাদের প্রতিবাদ জারি রেখেছেন। সেখান থেকে নয়া সংসদ ভবন চত্বর প্রায় ৩ কিলোমিটার দূরে। নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে দিল্লি জুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সিপি দীপেন্দর পাঠক এএনআইকে বলেছেন, “আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কোন ভাবেই ব্যাহত করতে দেব না। উদ্বোধন অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দিল্লি পুলিশ পুরোপুরি প্রস্তুত।”

প্রতিবাদী কুস্তিগীররা দাবি করেছেন, “আজ রবিবার তারা যে কোনও মূল্যে নতুন সংসদ ভবনের কাছে তাদের “মহিলা মহাপঞ্চায়েত” নিয়ে এগিয়ে যাবেন। এদিন বেলা গড়াতেই নতুন সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল এগোতেই পুলিশ বাঁধা দেয়। সেখান থেকে শুরু হয় বচসা, ধস্তাধস্তি। এরপরই আটক করা হয় তিন কুস্তিগীর সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।

সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্রমাগত নজরদারি চালাচ্ছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ সিপি (আইন ও শৃঙ্খলা), দেবেন্দ্র পাঠ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “আমরা আমাদের দেশের ক্রীড়াবিদদের সম্মান করি, কিন্তু আমরা নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কোন প্রকার ঝামেলার আঁচ পড়তে দেব না”। তিনি বলেন,  ‘গাজীপুর সীমান্তে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ বিক্ষোভকারীদের আইন লঙ্ঘন না করার জন্য অনুরোধ করেছে অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

ভিনেশ ফোগাট সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়ার এক মাস হয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সাতজন মহিলা কুস্তিগী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। তার মধ্যে একজন নাবালক, মহিলা সম্মান মহাপঞ্চায়েত যে কোন মূল্যে অনুষ্ঠিত হবে”।

যাঁকে নিয়ে এত তোলপাড়, সেই ব্রিজভূষণ শরণ সিংহ কোনও অভিযোগ মানতে রাজি নন। বরং তাঁর পাল্টা চ্যালেঞ্জ, একটা অভিযোগও প্রমাণ হলে গলায় দড়ি দেবেন। প্রসঙ্গত, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাত মহিলা কুস্তিগীর। তার প্রেক্ষিতেই দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। অভিযোগ, তাতে প্রাথমিকভাবে কর্ণপাত করেন পুলিশ। তবে পরে নত হতে হয় তাদের।

Brij Bhushan Sharan Singh
Advertisment