Advertisment

পদ্ম তালিকায় নাম নেই, ফেটে পড়লেন ফোগট

তালিকায় নিজের নাম না দেখে সরকারকে একহাত নিয়ে বিনেশ ফোগট বলেছেন, যাঁরা যোগ্য তাঁদের বাদ রাখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Vinesh Phogat

বিনেশ ফোগট অলিম্পিকে ভারতের পদক দাবিদারদের অন্যতম

পদ্ম পুরস্কার নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় মহিলা কুস্তিগীর বিনেশ ফোগট। আসন্ন ওলিম্পিকে তিনি ভারতের সম্ভাব্য মেডেলজয়ীদের অন্যতম। ৭১ তম সাধারণতন্ত্র দিবসের আগে সরকার যে পদ্মপুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে, তার বাছাইপ্রক্রিয়া কতটা সঠিক হয়েছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফোগট।

Advertisment

তৃতীয়বারেও তালিকায় নিজের নাম না দেখে সরকারকে একহাত নিয়ে বিনেশ ফোগট বলেছেন, যাঁরা যোগ্য তাঁদের বাদ রাখা হচ্ছে। খেতাবের তালিকা কারা প্রস্তুত করে সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

টুইট করে বিনেশ ফোগট বলেছেন, "প্রতি বছর আমাদের সরকার বেশ কিছু ক্রীড়াব্যক্তিত্বকে পুরস্কার দেয়। এই সম্মান খেলাধুলোর ক্ষেত্রে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং অ্যাথলিটদের উৎকর্ষের পিছনে দৌড়তে সাহায্য করে, কিন্তু অনেকবার দেখা গিয়েছে এই খেতাব সাম্প্রতিক সফলদের সম্মানিত করছে না।

"প্রায় সবসময়েই মনে হচ্ছে যোগ্য ব্যক্তিকে বাদ রাখা হচ্ছে। এটাই একটা প্যাটার্নে দাঁড়িয়ে গিয়েছে। ২০২০-র খেতাব তালিকাও তার থেকে আলাদা নয়। কারা খেতাব পাবেন তা কে ঠিক করে? ব্যাপারটা কীভাবে ঘটে? শেষপর্যন্ত মনে হয় ব্যাপারটা ঠিকঠাক হল না।" ২০১৬ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন ফোগট।

এ মাসেই বিনেশ ইকুয়েডরের লুইজা এলিজাবেথ মেলেন্ড্রেসকে ৫৪ কেজির ফাইনালে ৪-০ হারিয়ে রোমে সিরিজ জিতেছিলেন। ২০২০-তে সেটাই ছিল তাঁর প্রথম স্বর্ণপদক। ২০১৯ সালে কাজাকাস্তানে বিশ্ব রেসলিং চ্যাম্পিয়নশিপে দুবারের বিশ্ব খেতাবজয়ী গ্রিসের মারিয়া প্রেভোলারাকিকে হারিয়ে ব্রোঞ্জ পদক জেতেন তিনি।

৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওলিম্পিক পদকজয়ী মেরি কম দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক খেতাব পদ্মবিভূষণ পেয়েছেন। জাতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বেম বেম দেবী পেয়েছেন পদ্মশ্রী।

ব্যাডমিন্টন প্লেয়ার পিভি সান্ধু পদ্মভূষণ পাচ্ছেন, প্রাক্তন ক্রিকেটার জাহির খান এবং মহিলা হকি টিমের অধিনায়ক রানি রামপাল পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছেন।

Advertisment