মদ্যপান করে বেলাগাম গাড়ি চালানোর জন্য এবার গ্রেফতার করা হল জাতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলিকে। মুম্বইয়ের বান্দ্রা সোসাইটিতে সরাসরি একটি গাড়িকে ধাক্কা মারেন তিনি।
তারপরেই বান্দ্রা থানায় গ্রেফতার করে নিয়ে গিয়ে জেরা করে মুম্বই পুলিশ। বান্দ্রা সোসাইটির রক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫০ বছরের ক্রিকেটারকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৮৫ নম্বর ধারা অনুযায়ী মোটর ভেহিক্যাল এক্টে গ্রেফতার হতে হয় তাঁকে। পরে তাঁকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, বান্দ্রা সোসাইটির দারোয়ান এবং বেশ কয়েকজন বাসিন্দারা সঙ্গে ঘটনার পরে বচসায় জড়ান তিনি।
আরও পড়ুন: মারণ আঘাতে হাসপাতালে ভর্তি ঈশান! প্রবল দুর্যোগে টিম ইন্ডিয়া
জাতীয় দলের প্রাক্তন এই তারকা ১৯৯১ সালে অভিষেক ঘটান টিম ইন্ডিয়ায়। অবসর ২০০০-এর অক্টোবরে। আন্তর্জাতিক স্তরে ১৭ টেস্ট এবং ১০৪টি ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাটে তাঁর রানসংখ্যা যথাক্রমে ১০৮৪ এবং ২৪৭৭। টেস্ট এবং ওয়ানডেতে সেঞ্চুরি যথাক্রমে ৪টে এবং ২টি।
শচীনের বন্ধু কাম্বলির প্রতিভা ছিল সংশয়াতীত। তবে আচরণ গত সমস্যায় বারেবারেই শিরোনামে উঠে এসেছেন অতীতে। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। এর আগে আইপিএলে কোচিং করানোরও ইচ্ছাপ্রকাশ করেছিলেন।
যাইহোক, গত ডিসেম্বরে কাম্বলি সাইবার হানার মুখে পড়েছিলেন। জালিয়াতির মাধ্যমে তাঁর ব্যাঙ্ক একাউন্ট থেকে খোঁওয়া যায় ১.১৪ লক্ষ টাকা। তারপরেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন।