Vinod Kambli hospitalized: আশঙ্কাজনক কাম্বলি, ভর্তি হাসপাতালে! চরম ঘটনার বুক ধড়ফড় গোটা দেশের

Vinod Kambli health: হাসপাতালে ভর্তি হওয়ার পর কেমন রয়েছেন বিনোদ কাম্বলি, জেনে নিন। আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন এই খেলোয়াড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vinod Kambli health, বিনোদ কাম্বলির স্বাস্থ্য

Vinod Kambli: সম্প্রতি কাম্বলির সঙ্গে এক অনুষ্ঠানে শচীনের দেখা হয়েছিল। (ফাইল ছবি)

Vinod Kambli health news: আচমকা স্বাস্থ্যের অবনতি হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করাতে হল ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলিকে। পরিস্থিতি সংকটজনক হলেও প্রাক্তন ক্রিকেটার এখন স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের শিবাজি পার্কে ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাম্বলি। পরিবার সূত্রে খবর, শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

Advertisment

গত বেশ কিছু বছর ধরেই শারীরিক সমস‍্যায় ভুগছেন কাম্বলি। বর্তমান তিনি ভর্তি আছেন থানের আকৃতি হাসপাতালে। এর আগে সম্প্রতি কাম্বলির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার খবর সামনে আসে। তারপরই ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস‍্যরা তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কপিল দেব ও সুনীল গাভাসকার কাম্বলিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁকে পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি কাম্বলি নিজেই তাঁরা স্বাস্থ্যের ব্যাপারে এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেছিলেন যে মূত্রাশয় সংক্রান্ত সমস্যায় ভুগছেন। যার জন্য তাঁকে মাসখানেক আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সেই সময় কাম্বলি বলেছিলেন, 'আমি প্রস্রাবে সংক্রমণজনিত সমস্যায় ভুগছি। শুধু মূত্র বের হয়ে যাচ্ছে। আমার ছেলে জেসাস ক্রিশ্চিয়ানো আমাকে ধরে ধরে হাঁটায়। আমার ১০ বছরের মেয়ে এবং স্ত্রী-ও খুব সাহায্য করে। মাসখানেক আগেই আমার মাথা ঘুরে গিয়েছিল। আমি উলটে পড়ে গিয়েছিলাম। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন।'

এবারে কাম্বলির হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় হাসপাতালের তরফে বলা হয়েছে, 'বিভিন্ন পরীক্ষা চলছে। তার রিপোর্ট আসবে। আপাতত কাম্বলির অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল।' ২০১৩ সালে কাম্বলির দু'বার হার্ট সার্জারি হয়েছে। সেই সময় শচীন তেণ্ডুলকার তাঁকে আর্থিক সাহায্য করেছিলেন। কাম্বলি নিজেই সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, 'আমরা যখন খুব ছোট, তখন থেকেই একে অপরকে চিনি। তেন্ডুলকার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। শচীন আমার জন্য অনেক কিছু করেছে। লীলাবতী হাসপাতালে আমার দু'বার অপারেশন হয়েছে। ও আমার দেখভাল করেছে। ২০১৩ সালে দু'বার আমার অস্ত্রোপচারের খরচ ওই দিয়েছে।'

Advertisment

ক্রিকেট দুনিয়ার সবাই জানে যে কাম্বলি এবং শচীন ছোটবেলার বন্ধু। তাঁদের বন্ধুত্ব নানা ওঠাপড়ারও সাক্ষী হয়েছে। ছেলেবেলায় সারদাশ্রম বিদ্যামন্দিরের হয়ে খেলায় এই দুই ক্রিকেটার বন্ধু পার্টনারশিপে ৬৬৪ রান করেছিলেন। তখনই তাঁর সংবাদ শিরোনামে উঠে আসেন। দুই ক্রিকেটারই ১৯৯২ এবং ১৯৯৬ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছেন। 

আরও পড়ুন- আইসিসির থেকে অনেক শক্তিশালী বিসিসিআই! সত্যি কথা মুখ ফস্কে বলেই দিলেন হেড-স্মিথ

বিনোদ কাম্বলি ভারতের হয়ে ১৭টি টেস্ট এবং ১০৪টি একদিনের ম্যাচ খেলেছেন। তাঁর ৪টা টেস্ট সেঞ্চুরি আছে। ২টো ডাবল সেঞ্চুরি আছে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পরপর দু'বার তিনি টেস্টে ডাবল সেঞ্চুরিও করেছেন।  

 

cricket Vinod Kambli Kapil Dev Sunil Gavaskar Cricket News Indian Cricket Team Hospitalized sachin Teldulkar Team-India Team India