Advertisment

Vinod Kambli: হাঁটতে হচ্ছে অন্যের হাত ধরে, একসময়ের দুনিয়া কাঁপানো ভারতীয় ক্রিকেটারের ছবিতে ঝড়, দেখুন ভিডিও

Vinod Kambli struggles to walk: একী অবস্থা, চোখে জল আনার মত ছবি দেখা গেল সর্বসমক্ষে, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Bangladesh, বিনোদ কাম্বলি, বাংলাদেশ,

Virat Kohli-Bangladesh: শচীনের বাল্যবন্ধু কাম্বলি একইসঙ্গে জাতীয় দলে ক্রিকেট খেলেছেন। (ছবি- টুইটার)

Vinod Kambli news: বাল্যবন্ধু শচীন তেণ্ডুলকারের সঙ্গে একই শিক্ষক রমাকান্ত আচরেকরের কাছে ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছেন। একইসঙ্গে খেলেছেন জাতীয় দলেও। সেই বিনোদ কাম্বলি এখন রাস্তায় একা চলাফেরা করতে পারেন না। এক পা হাঁটতে গেলেও তাঁকে অপরের সাহায্য নিতে হয়। পুনে টাইমস মিরর-এর শেয়ার করা সোশ্যাল মিডিয়া এক্স-এ প্রকাশিত ৫১-সেকেন্ডের এক ভিডিওতে দেখা যাচ্ছে, কাম্বলি হাঁটার চেষ্টা করেও পারছেন না। তিনি যাতে পরে না যান, সেই জন্য দাঁড় করানো একটি মোটরবাইকে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর ভিডিওটিতে দেখা যায় যে, এক পা এগোতেও কাম্বলিকে বিভিন্ন জনের কাঁধে ভর দিতে হচ্ছে। তাঁর শরীরের ভার একজনের পক্ষে রাখা সম্ভব হচ্ছে না। তাই, অনেকের সাহায্য নিতে হচ্ছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে।

Advertisment

ভিডিওটিতে দেখা গিয়েছে, ৫২ বছর বয়সি ক্রিকেট কিংবদন্তি শরীরের ভারসাম্য বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। একজন ঘটনাটি মোবাইলবন্দি করেছেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি কাম্বলিকে ওই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন, 'ভাই! ও কাম্বলি। আমি মায়ের দিব্যি করে বলছি, ও কাম্বলি।' এই দৃশ্য দেখতে পেয়ে বেশ কিছু পথচারী সাহায্যের জন্য ছুটে আসেন। তাঁরাই ক্রিকেট কিংবদন্তিকে তাঁর গন্তব্যে পৌঁছতে সাহায্য করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ভিডিওটির সত্যতা যাচাই করেনি। ফুটেজটি মূলত নরেন্দ্র গুপ্ত নামে এক ব্যক্তি শেয়ার করেছিলেন। তিনিই প্রথমে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ক্রিকেটে কাম্বলির সাফল্য

ক্রিকেট কেরিয়ার সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও, বিনোদ কাম্বলি ভারতীয় ক্রিকেটে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে রয়ে গিয়েছেন। ১৯৯৩ সালের ২ ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক হয়। ১৭টি টেস্ট খেলে ১,০৮৪ রান করেছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। কাম্বলি ১০৪টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচও খেলেছেন। তাতে তিনি ৩২.৫৯ গড়ে ২,৪৭৭ রান করেছেন। ১২৯ ম্যাচে ৫৯.৬৭ গড়ে ৯,৯৬৫ রান-সহ তাঁর প্রথম-শ্রেণির ক্রিকেটে রেকর্ড আছে। যা কাম্বলিকে ভারতীয় ক্রিকেটে বিশেষ জায়গা দিয়েছে।

আরও পড়ুন- অবসর ভেঙে ফিরছেন টিম ইন্ডিয়া তারকা! প্রত্যাহার কিছুদিন আগের সিদ্ধান্তের, খেলবেন টি২০ লিগে

কাম্বলির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগী এবং ক্রিকেটপ্রেমীরা কিংবদন্তি ক্রিকেটারের স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেটিজেনদের অনেকেই তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। তিনি যে ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন, তা-ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে উদ্বেগের কথা জানিয়েছেন নেটিজেনরা।

cricket Cricket News BCCI Vinod Kambli Indian Cricket Team
Advertisment