New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/Umpire.jpg)
আম্পায়ারের এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে। যোগা শিক্ষককে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
ক্রিকেট মাঠে আম্পায়ারের দায়িত্ব অপরিসীম। আম্পায়ারের নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপরে নির্ভর করে ম্যাচের গতিপ্রকৃতি। বাইশ গজে দুই দলের ক্রিকেটারদের কাছে কার্যত অভিভাবকের দায়িত্ব সামলাতে হয়। তবে আম্পায়ারের এই কঠিন দায়িত্ববোধ দিনের শেষে চাপা পড়ে যায় ক্রিকেটারদের পারফরমমেন্সে। খুব কম ম্যাচেই ক্রিকেটারদের ছাপিয়ে লাইম লাইটে উঠে আসেন আম্পায়াররা।
এমন এক বিরল ম্যাচ এবার মহারাষ্ট্রের স্থানীয় ক্রিকেট লিগ- পূরন্দর প্রিমিয়ার লিগে। খেলা নয়, দিনের শেষে আম্পায়ারের কীর্তিতে ধন্যধন্য পড়ে গেল মাঠে। ওয়াইড বলের সিগন্যাল দেওয়ার সময় আম্পায়ারকে দেখা গেল মাথায় ভর দিয়ে দুই পা বিস্তৃত করতে। অদ্ভুতভাবে আম্পায়ারের এমন ওয়াইড দেওয়ার ভঙ্গি দিনের শেষে শিরোনামে। খেলা ছাপিয়ে এই কান্ড দখল করে নিল দেশি, বিদেশি সংবাদমাধ্যমের শিরোনাম।
আরও পড়ুন: পূজারা-রাহানে নয়, দক্ষিণ আফ্রিকা সফরে টিম ইন্ডিয়ার বাইরে এই চার তারকা
বোলার ওয়াইড দেওয়া মাত্রই ক্যামেরার সামনে অদ্ভুত ভঙ্গিতে ধরা দেন তিনি। সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে স্থানীয় ক্রিকেটের সেই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া হয় একজন যোগা প্রশিক্ষককে। তারপরেই তাঁর এমন কীর্তি।
Surely we need to see this chap join the ICC Elite panel .. 👍🙌🙌 pic.twitter.com/FcugJBgOEn
— Michael Vaughan (@MichaelVaughan) December 5, 2021
When Yoga and Cricket meet 😊 pic.twitter.com/E8yAtCs0mz
— Supriya Sahu IAS (@supriyasahuias) December 6, 2021
শুধু দর্শকরাই নন, ম্যাচের ধারাভাষ্যকাররাও এমন কাণ্ডে বিস্মিত হয়ে যান। কমেন্টেটরকে ভিডিওতে বলতে শোনা যায়, "আম্পায়ার আমাদের দিকে এগিয়ে আসছেন। উনি কী করতে চলেছেন? আরে, সবাই দেখুন কীভাবে উনি ওয়াইড বলের সিগন্যাল দিলেন। দারুণ ভঙ্গিমায় ওয়াইড বলের ইশারা করলেন উনি।"
Looks like yoga teacher employed as part time umpire 🙂
— Jerome Andonissamy (@JeromeVet) December 6, 2021
— Ahamed Ibrahim S N (@ahamedibrahim87) December 6, 2021
Latest signal for wide ball
— Vinod Yadav Gogar (@vinodyadavgogar) December 7, 2021
— vinayak (@vinayak999l1) December 7, 2021
আইএএস আধিকারিক সুপ্রিয়া সাহু নিজের টুইটার একাউন্টে এই ভিডিও শেয়ার করেন। ভিডিও-র ক্যাপশন দেন, "যোগা এবং ক্রিকেটের যখন সাক্ষাৎ হয়।" তার-ও আগে এই ভিডিও ৫ ডিসেম্বর পোস্ট করেন সরং ভালেরাও নামের এক ক্রিকেট সমর্থক। সেই ভিডিওর ভিউয়ারশিপ ছাড়িয়ে গিয়েছে ১ মিলিয়ন বার। ভালেরাও জানিয়েছেন, "আম্পায়ার একজন সুপারস্টার।" তিনি সেই আম্পায়ারের নামকরণ করেছেন ডিএন রক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন