করোনায় গোটা দেশ বিধ্বস্ত। প্রতিদিন ই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই কারণেই এবার এগিয়ে এলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা জুটি। হোম কোরেন্টাইনে থাকাকালীন দুজনে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে অর্থসাহায্য করবেন তাঁরা।
সোমবার বিরাট কোহলি নিজের টুইটার থেকে একটি ভিডিও পোস্ট করেন। "অনুষ্কা ও আমি প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড ও মহারাষ্ট্র সরকারের তহবিলে অর্থসাহায্য করছি। দেশবাসীর যন্ত্রনায় আমাদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। আমাদের সাহায্যে যদি কিছু দেশবাসীর যন্ত্রণা লাঘব হয়।" লেখেন বিরাট। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন 'ইন্ডিয়া ফাইটস করোনা' শব্দবন্ধনীও।
মারণ ভাইরাসে গোটা বিশ্বের মতো ভারতও লড়াই চালিয়ে যাচ্ছে। গোটা দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা ১০০০ আগেই ছাড়িয়েছে। ২৫ জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে লক ডাউনের মেয়াদ বাড়িয়ে দিতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী। জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে। দেশে করোনার থাবা কেরালার পরেই মহারাষ্ট্রে বেশি। সেই কারণেই মহারাষ্ট্র সরকারকে দান করার কথা জানালেন বিরাট।
Anushka and I are pledging our support towards PM-CARES Fund & the Chief Minister's Relief Fund (Maharashtra). Our hearts are breaking looking at the suffering of so many & we hope our contribution, in some way, helps easing the pain of our fellow citizens #IndiaFightsCorona
— Virat Kohli (@imVkohli) March 30, 2020
২১ দিনের লক ডাউন। গৃহবন্দি গোটা বিশ্ব। করোনার তান্ডবে নাভিশ্বাস পৃথিবীর। ঘরে বসেই এবার বিরাট-অনুষ্কা ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করছেন নিয়মিত। দুদিন আগেই অনুষ্কা আবার ভিডিও পোস্ট করে বিরাটের চুল কাটার দৃশ্য তুলে ধরেছিলেন।
গৃহবন্দি থাকাকালীন বিরুষ্কা জুটি অবশ্য এই প্রথমবার একসঙ্গে দেখা দিলেন না। এর আগেও দুজনে একসঙ্গে ভিডিও পোস্ট করে সমর্থকদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সেই সময় বিখ্যাত দম্পতি ঘরে থেকে বিপদ এড়ানোর পরামর্শ দিয়েছিলেন।
Please wake up to the reality and seriousness of the situation and take responsibility. The nation needs our support and honesty. pic.twitter.com/ZvOb0qgwIV
— Virat Kohli (@imVkohli) March 27, 2020
তারও আগে দম্পতি স্বেচ্ছা নির্বাসনের সময় বলেছিলেন, "আইসোলেশন আমাদের আরো ভালোভাবে ভালোবাসার সুযোগ এনে দেয়।"
কোহলি ছাড়াও করোনা মোকাবিলায় আগে এগিয়ে এসেছিলেন শচীন তেন্ডুলকর। তিনি প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড ও মহারাষ্ট্র সরকারকে ৫০ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন।
শচীন ছাড়া করোনা মোকাবিলায় এর আগে ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এসেছেন পাঠান ভাইয়েরা। বরোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরের কাছে ৪০০ মাস্ক তুলে দিয়েছেন ইরফান ও ইউসুফ। পাশাপাশি পুণের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ধোনি এক লক্ষ টাকা দান করেছেন।
অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে কুস্তিবিদ বজরং পুনিয়া, স্প্রিন্টার হিমা দাস নিজেদের বেতন তুলে দিয়েছেন করোনা মোকাবিলার জন্য।