Advertisment

Virat Kohli abused: LSG-র সকলকে গাল দিচ্ছিল, ইচ্ছা করে ঝামেলা করেন কোহলি! বিস্ফোরকভাবে বিষ ওগরালেন অমিত মিশ্র

Gambhir Kohli fight: কোহলি কাউকেই ছাড়েনি, সকলকেই গালি পাড়ছিলেন, ঝড় তুললেন অমিত মিশ্র

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Gautam Gambhir, বিরাট কোহলি, গৌতম গম্ভীর

Virat Kohli-Gautam Gambhir: কোহলি এবং গম্ভীরের মধ্যে ২০২৩ সালের আইপিএলে উত্তপ্ত কথাবার্তা হয়েছিল। সেই সময় গম্ভীর লখনউ সুপার জায়ান্টের পরামর্শদাতা ছিলেন। (বিসিসিআই)

Amit Mishra on how Virat Kohli abused: ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির ঝামেলার কথা কারও অজানা নয়। প্রশ্ন হল, ২০২৩ সালের আইপিএলে গম্ভীর আর কোহলির সেই উত্তপ্ত কথাবার্তার কারণ কী ছিল? সেই বিতর্কে এবার আলোকপাত করেছেন লখনউ সুপার জায়ান্টসের লেগ স্পিনার তথা সেই ঝামেলার ঘটনার প্রত্যক্ষদর্শী অমিত মিশ্র। তিনি অভিযোগ করেছেন, বিরাট কোহলিই অনাবশ্যকভাবে এলএসজি খেলোয়াড়দের গালাগালি করছিলেন। তার থেকেই ঝামেলার সূত্রপাত হয়। ইচ্ছাকৃতভাবে কোহলি সেসব না করলে, 'অনেক কিছুই এড়ানো যেত।'

Advertisment

বর্তমানে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সেই সময় লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মেন্টর ছিলেন। আর, বিরাট কোহলি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার। অমিত মিশ্রের দাবি, কোহলি ওভাবে তাঁর দলের খেলোয়াড়দের গালাগালি করছেন দেখে গম্ভীর ব্যাপারটায় জড়িয়ে পড়েন। এই সম্পর্কে প্রাক্তন ভারতীয় লেগ-স্পিনার মিশ্র, ইউটিউবার শুভঙ্কর মিশ্রের শো ‘আনপ্লাগড’-এ বলেছেন, 'ও (কোহলি) আমাদের খেলোয়াড়দের (লখনউতে এলএসজি বনাম আরসিবি ম্যাচে) গালাগালি দিচ্ছিল। কাইল মায়ার্সের সঙ্গে ওঁর কোনও ঝামেলা ছিল না। তারপরও ও মায়ার্সকে গালি দিচ্ছিল। নবীন-উল-হক বোলিং করছিল। তাকেও গালাগালি করছিল। যা হয়েছে, সব কোহলির জন্য।'

২০২৩ মরশুমে এলএসজি আর আরসিবির ফিরতি ম্যাচে বেঙ্গালুরুতে দুর্দান্ত খেলে এলএসজি আরসিবিকে এক উইকেটে হারিয়েছিল। সেখানে গম্ভীর আরসিবির সমর্থকদের দিকে ‘ঠোঁটে আঙুল’ রেখে তাঁদের চুপ থাকতে ইঙ্গিত করেছিলেন। যাতে, আরসিবি সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন। সেই প্রসঙ্গে অমিত মিশ্র বলেন, 'পাবলিক পুরো পাগল হয়ে যাচ্ছিল। তাই গৌতম ওঁদের চুপ থাকতে ইঙ্গিত করেছিল। সম্ভবত, কোহলি ব্যাপারটা পছন্দ করেনি। আমরা ভেবেছিলাম ব্যাপারটা খেলার মধ্যেই শেষ হয়ে গিয়েছে। কিন্ত, কোহলিই ব্যাপারটাকে বাড়িয়ে নিয়ে যায়।'

আরও পড়ুন- খোঁড়াদের খোলাখুলি অসম্মানের অভিযোগ! ভয়ঙ্কর অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন হরভজন

এরপর লখনউয়ের বিরুদ্ধে ১৮ রানে জয়ের পর কোহলি লখনউয়ের জনতার দিকে ঠোঁটে আঙুল দিয়ে তাঁদের চুপ থাকতে ঈশারা করেন। কার্যত ঘুরিয়ে গম্ভীরকেই এভাবে জবাব দিতে চেয়েছিলেন কোহলি। কিন্তু, এতেও থামেননি বিরাট। তিনি প্রথাগত হ্যান্ডশেকের সময় লখনউয়ের খেলোয়াড়দের গালিগালাজ করতে শুরু করেন। তখনই গম্ভীর আপত্তি জানান। মিশ্রের কথায় গম্ভীর সেই সময় কোহলিকে বলেন, 'খেলা তো শেষ হয়ে গেছে। তুমি কেন আবার এসব করছ?' অমিত মিশ্র জানিয়েছেন, তিনি সেই সময় গম্ভীরকে সরিয়ে নিয়ে যান। কিন্তু, এরপর নবীন-উল-হক ড্রেসিংরুমে এসে জানায় যে, কোহলি ফের গালিগালাজ শুরু করেছে।

IPL Lucknow Super Giants Virat Kohli Gautam Gambhir
Advertisment