/indian-express-bangla/media/media_files/2025/10/22/virat-kohli-2025-10-22-18-10-47.jpg)
Virat Kohli: কোহলিকে নিয়ে বিরাট আশা সমর্থকদের।
Virat Kohli Adelaide Record: ভারতের ক্রিকেট ইতিহাসে বহু প্রতিভার উত্থান হয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল যেন একান্তভাবেই সংরক্ষিত বিরাট কোহলির জন্যই। এখানেই বারবার নিজের ব্যাটে গল্প লিখেছেন তিনি—যে গল্পের সাক্ষী থেকেছেন ধোনিও।
ধোনির ভবিষ্যদ্বাণী
২০১৬ সালের অস্ট্রেলিয়া সফর। ভারত তখন ODI সিরিজ হারলেও, T20 সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত কামব্যাক করে। অ্যাডিলেড ওভালে ব্যাট হাতে ঝড় তোলেন বিরাট কোহলি — অপরাজিত ৯০ রানে ভারতকে জিতিয়ে দেন। ম্যাচের পর সংবাদমাধ্যমে ধোনি রসিকতার ভঙ্গিতে বলেন, 'ও যে পরিমাণ রান তুলছে, আমার মনে হচ্ছে, অ্যাডিলেডে ওঁর নামে একটা স্ট্যান্ড হবে। আর ও যখন কেরিয়ার সমাপ্ত করবে, তখন অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি মাঠে ওঁর নামে স্ট্যান্ড থাকবে।' এই কথাটা তখন অনেকের কাছে রসিকতা মনে হলেও, সময়ের সঙ্গে সেই ভবিষ্যদ্বাণী যেন সত্যি হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন- গোয়ায় আল-নাসর বনাম এফসি গোয়া ম্যাচে কড়া নিরাপত্তা, মাতাবেন মানে-কমান-ফেলিক্স
বিরাট কোহলির প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল অ্যাডিলেডেই। ২০১১-১২ সালের বর্ডার-গাভাস্কার সিরিজে। মাত্র ২৪ বছর বয়সি তরুণ ব্যাটসম্যান তখন নিজের জায়গা নিয়ে অনিশ্চিত। কিন্তু সেই ইনিংসই বদলে দিয়েছিল তাঁর কেরিয়ারের গতি। চার বছর পর, ২০১৪ সালে ধোনির অনুপস্থিতিতে কোহলি যখন টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামেন, তখন আবার অ্যাডিলেডই হয়ে উঠেছিল বিরাটের দুর্দান্ত পারফরম্যান্সের মঞ্চ। সেই টেস্টে তিনি খেলেন দুটি ঐতিহাসিক ইনিংস, তোলেন ১৬৯ ও ১৪৪ রান। যদিও ভারত জেতেনি, তবুও কোহলির নেতৃত্ব ও ফাইটিং স্পিরিট ক্রিকেটবিশ্বে ছাপ ফেলেছিল।
আরও পড়ুন- ঘুম ভাঙল পাকিস্তানের, অবশেষে অ্যাকশন মোডে PCB
অ্যাডিলেডে কোহলির রেকর্ড
মোট আন্তর্জাতিক রান (Tests + ODIs + T20Is): ১,২০০+
টেস্ট সেঞ্চুরি: ৩
লিমিটেড ওভারস সেঞ্চুরি: ২
সেরা ইনিংস: ১৬৯ (টেস্ট, ২০১৪) এবং ৯০* (T20I, ২০১৬)
আরও পড়ুন- কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে ভারত? জেনে নিন জটিল সমীকরণ
প্রতিটি ইনিংসেই দেখা গেছে সেই শান্ত, আত্মবিশ্বাসী কোহলিকে, যিনি কেবল ব্যাট নয়, মানসিক দৃঢ়তাতেও প্রতিপক্ষকে হারিয়ে দেন। বিসিসিআই-এর এক ভিডিওতে কোহলি নিজেই স্বীকার বলেছিলেন, 'যখনই আমি এই স্টেডিয়ামে পা রাখি, কিছু একটা আমার ভিতরকে গভীরভাবে নাড়া দেয়। আমার সব উত্তেজনা, সব নার্ভাসনেস যেন শান্ত হয়ে যায়। একজন ক্রিকেটার হিসেবে এই স্টেডিয়ামে খেলা সত্যিই দারুণ অনুভূতি।'
আরও পড়ুন- বেকায়দায় পড়লেন মহসিন নকভি, ঘুম উড়ল পাকিস্তানের
ক্রিকেট ইতিহাসে এমন নেতৃত্বের বন্ধন খুব কমই দেখা যায়। ধোনির বিশ্বাস, ধৈর্য ও দূরদৃষ্টি যেভাবে কোহলিকে পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছিল, তাতে তাঁদের বন্ধুত্ব আজও ক্রিকেটপ্রেমীদের কাছে উদাহরণ হয়ে আছে। আর, সেই কারণেই ধোনির ভবিষ্যদ্বাণীকে ক্রিকেটপ্রেমীরা সিরিয়াসলি নিচ্ছেন। তার ওপর, অ্যাডিলেড ওভাল কর্তৃপক্ষও নিজেরাই বহুবার কোহলির পারফরম্যান্সের প্রশংসা করেছে।
অস্ট্রেলিয়ায় বিদেশি খেলোয়াড়দের নামে স্ট্যান্ডের নামকরণ খুব বিরল ঘটনা, কিন্তু এর ব্যতিক্রমও আছে। কোহলির অ্যাডিলেড রেকর্ড, তাঁর সৌজন্যমূলক আচরণ ও বিপুল জনপ্রিয়তা তাঁকে সেই ব্যতিক্রমীর তালিকায় রাখছে। যা বলছে, 'বিরাট কোহলি স্ট্যান্ড' তৈরি হওয়া অসম্ভব কিছু নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us