Virat Kohli-Anushka Sharma: ফের গর্ভবতী ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন ধরেই এনিয়ে জল্পনা চলছিল। তবে, সেসব নিয়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি। ফলে, জল্পনা আরও বাড়তে থাকে। এই জল্পনার সূত্রপাত বিরাট কোহলির অনুপস্থিতিকে ঘিরে। পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে কোহলি প্রথম দুটি ম্যাচে অনুপস্থিত। পরে, জানা যায় যে তিনি দলের কাছে ছুটি চেয়েছেন। সেইমত ছুটিও পেয়েছেন।
তার মধ্যেই আবার ইংল্যান্ডের কাছে ভারত হায়দরাবাদের প্রথম টেস্ট ম্যাচ হেরে যাওয়ায় জল্পনার পারদ চড়তে শুরু করে। রটে যায়, বিরাট কোহলির মা অসুস্থ। সেই কারণেই তিনি ছুটি নিয়েছেন। যদিও তাঁর ভাই বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, সেই জল্পনা সম্পূর্ণ মিথ্যে। তাঁর মা সম্পূর্ণ সুস্থই আছেন। তাঁদের পরিবারকে নিয়ে উদ্বেগ প্রকাশ করায়, বিরাটের অনুরাগীদের ধন্যবাদও জানান বিকাশ কোহলি।
- পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে কোহলি প্রথম দুটি ম্যাচে অনুপস্থিত।
- তবে, বিরাট কোহলির সঙ্গে সংসার পাতার পর তাঁর কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন অনুষ্কা।
- ডিভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক অত্যন্ত ভালো।
বিরাটের অনুপস্থিতির প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ভারতীয় দলের প্লেয়াররা। এমনকী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-ও বিরাটের অনুপস্থিতির কোনও কারণ জানাতে পারেননি। বিসিসিআইয়ের প্রেস বিবৃতিতে একটি সংক্ষিপ্ত লাইনে স্রেফ জানানো হয়েছে, 'বিরাট কোহলি বিসিসিআইয়ের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট ম্যাচে তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছে।' তবে, বিরাট বাকি তিনটে টেস্ট ম্যাচেও ভারতীয় দলে ফিরবেন কি না, তা-ও রীতিমতো ধোঁয়াশায় বিসিসিআই। কার্যত এমনটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা।
এই পরিস্থিতিতে শনিবার সত্যিটা ফাঁস করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার এবি ডিভিলিয়ার্স। তিনি দাবি করেছেন, বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা গর্ভবতী। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা বলিউডের নামী অভিনেত্রী। পাশাপাশি তিনি মডেলিংও করেন। তবে, বিরাট কোহলির সঙ্গে সংসার পাতার পর তাঁর কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন অনুষ্কা। এই পরিস্থিতিতে অনুষ্কাকে বিদেশের মাটিতে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে তেমন একটা দেখা যায়নি। ফলে, ডিভিলিয়ার্সের কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই উড়িয়ে দিতে না-পারার একটি বড় কারণ, ডিভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক অত্যন্ত ভালো। দেশ আলাদা হলেও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে তাঁরা সতীর্থ। সেই ডিভিলিয়ার্স ইউটিউবে বলেছেন, 'আমি শুধু জানি তিনি ভালো আছেন। তিনি তাঁর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন। এই কারণেই তিনি (বিরাট কোহলি) প্রথম দুটি (ইংল্যান্ডের বিরুদ্ধে) টেস্ট ম্যাচে অনুপস্থিত। আমি আর কিছু বলতে চাইছি না। আমি তাঁকে লিখেছিলাম, কিছুদিন ধরে আপনার সঙ্গে বিস্কুট খেতে চাইছি। কেমন আছেন?' তিনি (বিরাট কোহলি) জবাবে বলেছেন, 'এখন শুধু আমার পরিবারের সঙ্গে থাকা দরকার। আমি ভালো আছি।'
আরও পড়ুন- ঘূর্ণি পিচ কেন হচ্ছে বারবার! জয় শাহের বোর্ডকে বেনজির আক্রমণ সৌরভের, তুঙ্গে ক্ষোভ
এরপরই ডিভিলিয়ার্স বলেছেন, 'হ্যাঁ, তাঁর দ্বিতীয় সন্তান হতে চলেছে। গোটা পরিবারের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বেশিরভাগ মানুষের অগ্রাধিকার হল তাঁর পরিবার। হ্যাঁ, আমরা তাঁকে মিস (খেলার দুনিয়ায়) মিস করছি। কিন্তু, তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।'