Virat-Anushka: RCB ক্যাম্পে নয়া অবতারে বিরাট-অনুষ্কা, নিমেষে ভাইরাল Mr. and Mrs. কোহলির Video

Virat Kohli Anushka Sharma pickleball: RCB তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, পুরো টিম পিকলবলের জ্বর ভুগছে। শেয়ার করা ছবিতে বিরাট এবং অনুষ্কা দুজনেই একদম ফিট এবং এনার্জেটিক দেখা গেছে।

Virat Kohli Anushka Sharma pickleball: RCB তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, পুরো টিম পিকলবলের জ্বর ভুগছে। শেয়ার করা ছবিতে বিরাট এবং অনুষ্কা দুজনেই একদম ফিট এবং এনার্জেটিক দেখা গেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli Anushka Sharma news: এরই মাঝে বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে একসঙ্গে পিকলবল খেলতে দেখা গেছে

Virat Kohli Anushka Sharma news: এরই মাঝে বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে একসঙ্গে পিকলবল খেলতে দেখা গেছে

Virat Kohli Anushka Sharma pickleball video: T20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবার নিজের ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে একটি নতুন শখ শুরু করেছেন। আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দুর্দান্ত পারফরম্যান্স করে প্লে-অফে জায়গা করে নিয়েছে। এরই মাঝে বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে একসঙ্গে পিকলবল খেলতে দেখা গেছে।

Advertisment

আরসিবির ট্রেন্ডে কোহলি-অনুষ্কাও

RCB-এর মেন্টর দীনেশ কার্তিক এবং তাঁর স্ত্রী, প্রফেশনাল স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলকে প্রায়ই RCB ক্যাম্পে পিকলবল খেলতে দেখা যায়। মনে করা হচ্ছে, তাঁদের দেখেই এবার মিস্টার অ্যান্ড মিসেস কোহলিও কোর্টে নেমে পড়েছেন।

পুরো দলেই পিকলবল জ্বর

Advertisment

RCB তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে, পুরো টিম পিকলবলের জ্বর ভুগছে। শেয়ার করা ছবিতে বিরাট এবং অনুষ্কা দুজনেই একদম ফিট এবং এনার্জেটিক দেখা গেছে।

পিকলবল কী?

আমেরিকার মাটিতে শুরু হওয়া পিকলবল হল দ্রুত জনপ্রিয় হওয়া একটি স্পোর্টস। এটি টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনের সংমিশ্রণ। বর্তমানে এটি বিশ্বের ৭০টিরও বেশি দেশে খেলা হচ্ছে এবং দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন অনুষ্কার সামনে কেন কেঁদে ফেলেন বিরাট? চোখে জল আসবে কোহলির কষ্টের কাহিনী জানলে

এখন পুজোপাঠ নিয়ে থাকেন কোহলি

গত কয়েক বছরে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে বিভিন্ন মন্দিরে যেতে দেখা গেছে। ২০২৩ সালে তাঁরা মহাকালেশ্বর মন্দির, উজ্জয়নী দর্শন করেন। এর আগে তাঁরা উত্তরাখণ্ডে কাঁচি ধাম ও নিম করোলি বাবার আশ্রমেও গিয়েছিলেন।

প্রেমানন্দ মহারাজের ভক্ত দম্পতি

এই বছর জানুয়ারিতে বিরাট, অনুষ্কা এবং তাঁদের সন্তান বৃন্দাবন গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে। সেসময় তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। টেস্ট থেকে অবসর নেওয়ার কিছুদিন আগেও তাঁরা বৃন্দাবনে গিয়ে মহারাজের দর্শন করেন।

বিরাটের টেস্ট কেরিয়ার কেমন ছিল?

বিরাট কোহলি তাঁর ১২৩টি টেস্ট ম্যাচে ৯,২৩০ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩০টি শতরান এবং ৩১টি হাফসেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। ২০১১ সালে টেস্টে অভিষেক করা কোহলি ভারতের অন্যতম সফল অধিনায়ক।

Anushka Sharma Virat-Anushka Virat Kohli