Advertisment

India vs West Indies 2nd T20I: বিশ্বরেকর্ডের খেলায় মাতবেন রোহিত-বিরাট

India vs West Indies 2nd T20I:  এই ম্য়াচে বিরাট কোহলির সামনে বিশ্বরেকর্ডের হাতছানি। আর মাত্র চারটি রান করলেই রোহিতকে টপকে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Rohit Sharma will looking for T20I World Record Sports

India vs West Indies 2nd T20I: বিশ্বরেকর্ডের খেলায় মাতবেন রোহিত-বিরাট

India vs West Indies 2nd T20I: আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্য়ে প্রতিদিনই চলে রেকর্ডের নিরীখে একে অপরকে ছাপিয়ে যাওয়ার খেলা। আর সেই সেটাই ঘটছে ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্য়ে। ক্য়াপ্টেন ও তাঁর ডেপুটির মধ্য়ে চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা।

Advertisment

রবিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ খেলতে নামবে ভারত। এদিন জিততে পারলেই তিন ম্য়াচের টি-২০ সিরিজ ২-০ জিতে নেবে ভারত। আর এই ম্য়াচে বিরাট কোহলির সামনে বিশ্বরেকর্ডের হাতছানি। আর মাত্র চারটি রান করলেই রোহিতকে টপকে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন।

আরও পড়ুন-বিশ্বচ্যাম্পিয়নদের একাই ক্লাস নিলেন চেজমাস্টার

তিরুঅনন্তপুরমে নামার আগে কোহলির ঝুলিতে রয়েছে ২৫৪৪ রান। ৭৩টি ম্য়াচ খেলে ৬৮টি ইনিংসে ৫১.৯১-এর গড়ে এই রান করেছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন। তাঁর স্ট্রাইক রেট ১৩৬.৭০। অন্য়দিকে রোহিত ১০২টি ম্য়াচ খেলে ৯৪টি ইনিংসে ২৫৪৭ রান করে রয়েছেন মডগালে। তাঁর গড় ৩১.৮৩ ও স্ট্রাইক রেট ১৩৭.৪৫। ফলে দ্বিতীয় টি-২০ ম্য়াচে রোহিত আর বিরাটের মধ্য়ে চলবে বিশ্বরেকর্ডের খেলা।

হায়দরাবাদে প্রথম টি-২০ ম্য়াচে রোহিত ১০ বলে ৮ রান করে খারি পিয়েরের বলে হেটমায়ারের হাতে ক্য়াচ আউট হয়ে যান। আর সেদিনই কোহলি কেরিয়ারের সেরা টি-২০ ইনিংস (৫০ বলে অপরাজিত ৯৪) খেলে উইন্ডিজের ২০৮ রান তাড়া করে ভারতকে ৬ উইকেটে জেতান। এদিন রোহিতের একটি রেকর্ডও ভাঙেন কোহলি। আন্তর্জাতিক টি-২০-তে রোহিতের রয়েছে ২২টি ফিফটি প্লাস রানের ইনিংস। কোহলি রাজীব গান্ধী ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে ২৩টি ফিফটি প্লা রানের ইনিংস খেলে ফেলেন।

cricket Virat Kohli Rohit Sharma
Advertisment