ক্রিকেট গ্রহের সেরা দুই ব্যাটসম্য়ানদের মধ্যেই ভারতের বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। আসন্ন বিশ্বকাপে এই দুই মহারথীর দিকেই চোখ থাকবে বাইশ গজের। কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে কোহলি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে কয়েকশ যোজন এগিয়ে রয়েছেন। পরিসংখ্যানই সেই কথা বলছে। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওয়ান-ডে ব্যাটসম্য়ান ভারতের অধিনায়ক।
ব্যাট-বলের মহারণে নামার আগেই ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার জানিয়ে দিলেন তিনি, স্মিথ আর বিরাটের অনেক বড় মাপের ভক্ত। বেন স্টোকস বলছেন তিনি স্মিথ আর কোহলির খেলায় মগ্ন। আইপিএল খেলার সুবাদে স্টোকস ভালভাবে চেনেন বিরাটকে। তাঁর বিরুদ্ধে প্রচুর ডেলিভারি এসেছে তাঁর হাত থেকে। ইয়ন মর্গ্য়ানের টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য স্টোকস। বিশ্বকাপে তিনিই হতে পারেন ব্রিটিশদের তুরুপের তাস।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: বিশ্বকাপে কোহলিদের জার্সিতে থাকছে দুর্দান্ত যন্ত্র, ফাঁস হল আগেই
সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলছেন, "স্মিথ আর স্টোকস দু'জনেই অসাধারণ। ওদের বিরুদ্ধে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। ওরা যখন খেলে দেখলে মনে হয় খেলাটা এতটাই সহজ। যেটা বাকিরা পারে না। আমি দু'জনেরই বিরাট ফ্যান। ওদের খেলার স্টাইল আলাদা, ভীষণ কার্যকারী। ওদের বিরুদ্ধে অবশ্যই জেতার জন্য় খেলতে নামব। কিন্তু একজন ক্রিকেট ফ্যানের দৃষ্টিভঙ্গিতে বলব যে, ওরা এভাবে খেলে যাক সেটা দেখতেই ভাল লাগে।"
আর ১০ দিন পরে শুরু বিশ্বকাপ। ইংল্যান্ডের মাটিতেই এবার ক্রিকেটের মহাযজ্ঞ। স্টোকসের দল প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। ১ জুন অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারত ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে প্রোটিয়াদের বিরুদ্ধে। এখন বলা গড়ানোর অপেক্ষা।