নামি কোম্পানির CEO-ও এত বেতন পাননা, বিরাট-অনুষ্কার দেহরক্ষীর মাইনে চোখ কপালে তুলবে

কোহলির ব্যক্তিগত দেহরক্ষী আলাদা থাকলেও বিরাট কোহলির নিরাপত্তার দায়িত্ব সোনুর হাতে। জনসমক্ষে কোহলির সঙ্গে সবসময়েই দেখা যায় সোনুকে।

কোহলির ব্যক্তিগত দেহরক্ষী আলাদা থাকলেও বিরাট কোহলির নিরাপত্তার দায়িত্ব সোনুর হাতে। জনসমক্ষে কোহলির সঙ্গে সবসময়েই দেখা যায় সোনুকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজেদের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নন বলিউড কিংবা ক্রিকেট সেলিব্রিটিরা। জনসমক্ষে বেরোলে যাতে তাঁদের অপ্রীতিকর কোনো পরিস্থিতির মুখে পড়তে না হয়, সেই কারণে প্রত্যেক বি টাউনের সেলেবই ব্যক্তিগত বডিগার্ড রাখেন। অনুষ্কা শর্মা, বিরাট কোহলিদেরও ব্যক্তিগত বডিগার্ড রয়েছে। বেশ কয়েক বছর ধরেই যিনি দুই তারকার নিত্যসঙ্গী। নিজের ব্যক্তিগত দেহরক্ষীকে বিশাল আর্থিক বেতন দিয়ে রেখেছেন অনুষ্কা।

Advertisment

বিরাট কোহলির সঙ্গে বিয়ের আগে থেকেই সোনু ওরফে প্রকাশ সিংকে দেখা যেত অনুষ্কার পাশে। জুম.কম-এর প্রতিবেদন অনুযায়ী, অনুষ্কার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতন ১.২ কোটি টাকা। অর্থাৎ মাসিক ১০ লক্ষ টাকা বেতন পান সোনু। অনেক বড়বড় কোম্পানির সিইও-রাও এই অঙ্কের বেতন পাননা।

জানা গিয়েছে, সোনুকে মোটেই নিছক দেহরক্ষী হিসাবে দেখেন না অনুষ্কা এবং বিরাট। নিজেদের পরিবারের একজন বলেই মনে করেন সেলেব দম্পতি। সোনুকে এতটাই কাছের ভাবেন বিরুষ্কা যে প্রত্যেক বছর ঘটা করে সোনুর জন্মদিন পালন করেন দুজনে। শাহরুখ খানের সঙ্গে জিরো ছবির শ্যুটিংয়ের সময়ে সেটেই অনুষ্কা বডিগার্ড সোনুর জন্মদিন পালন করেন। এমনটা জানা গিয়েছিল।

কোহলির ব্যক্তিগত দেহরক্ষী আলাদা থাকলেও বিরাট কোহলির নিরাপত্তার দায়িত্ব সোনুর হাতে। জনসমক্ষে কোহলির সঙ্গে সবসময়েই দেখা যায় সোনুকে।

Advertisment

অনুষ্কা অন্তঃসত্ত্বা থাকাকালীন সোনু ছিলেন তাঁর সমস্ত আশা ভরসা। গর্ভবতী অবস্থাতেই ছবির শ্যুটিং শেষ করেছিলেন অনুষ্কা। সেই সময়ে শ্যুটিং ফ্লোরে, ভ্যানিটি গাড়িতে, অতিমারীর সময় মাস্ক বিহীন লোকের সংস্রব এড়ানো নিশ্চিত করেন তিনি। তাঁকে সর্বক্ষণ দেখা যেত পিপিই কিট পরে অনুষ্কাকে ছায়ার মত অনুসরণ করছেন।

Virat Kohli Anushka Sharma Sports News