Advertisment

ফ্লোরিডায় 'হিন্দু' কোহলির গো-মাংস ভক্ষণের 'খবরে' তোলপাড় ভারত! বিতর্কের ঝড়ের মধ্যেই ফাঁস আসল সত্যিটা

আমেরিকায় কি গো-মাংস খেলেন নিরামিষাশী কোহলি! ঝড় তোলা বিতর্কের পরেই 'হিন্দু' বিরাটের আসল সত্য ফাঁস

author-image
IE Bangla Sports Desk
New Update
kohli-anushka-beef

কোহলির গো-মাংস ভক্ষণে বেনজির বিতর্ক (টুইটার)

ফের বিতর্কের ঝড় উঠে গেল বিরাট কোহলিকে ঘিরে। ছুটিতে রয়েছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা সন্তান সম্ভবা। স্ত্রীর সঙ্গেই ছুটি কাটাচ্ছেন বিদেশে। বিশ্বকাপ শেষের পর ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলেছে। রবিবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা সফর-ও। তিন ম্যাচের টি২০, ওয়ানডে সিরিজের পর হবে দুই টেস্টের সিরিজ।

Advertisment

বিশ্রামে থাকা কোহলিকে ফের দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে। আর বিশ্রামে থাকা কোহলিকে ঘিরেই চালু নতুন বিতর্ক। তিনি নাকি গো-মাংস ভক্ষণ করেছেন। এক হোটেলের মেনু কার্ড শেয়ার করে বিতর্কের ঝড় তোলেন এই টুইটার ব্যবহারকারী। নিমেষেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। একজন হিন্দু হয়ে কীভাবে গো-মাংস ভক্ষণ করলেন কোহলি, প্রশ্ন উঠে যায়।

'হাইড্রোজেন এক্স' নামের এক ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে হোটেলের লাঞ্চের বিল প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, "জাস্ট ইন! কোহলি-অনুষ্কার হোটেলের ভাইরাল রেস্তোরাঁ বিল। হিন্দু হওয়া স্বত্ত্বেও কোহলি গো-মাংস ভক্ষণ করছেন।" ইনস্টাগ্রামের স্ক্রিনশট-টি আদতে সেই রেস্তোরাঁর। যাঁরা কোহলিকে ধন্যবাদ জানিয়েছে। মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া কোহলির সেই গো-মাংস ভক্ষণের খবরে ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। দিওয়ালিতে শব্দবাজি না ফাটানোর জন্য কোহলির পুরোনো বক্তব্য টেনে একহাত নেওয়া হতে থাকে সুপারস্টারকে।

তবে বিরাট কোহলির এই গো-মাংস ভক্ষণ কি আদৌ সত্যি? দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছিল, কোহলি বেশ কয়েক বছর শারীরিক সমস্যার কারণে প্রাণীজ মাংস ভক্ষণ ছেড়ে দিয়েছেন। তাঁর পথে নিরামিষাশী হয়ে গিয়েছেন অনুষ্কা শর্মা-ও। প্রতিবেদনে বলা হয়েছিল, দুজনে 'প্ল্যান্ট বেসড মিট' অর্থাৎ উদ্ভিদ জগৎ থেকে মাংস আহরণের বিষয়ে জোর দিয়েছেন।

Anushka-Sharma
ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই প্রতিবেদন (স্ক্রিনগ্র্যাব)

সেই নিরামিষাশী কোহলি সস্ত্রীক কীভাবে বিদেশে মাংস ভক্ষণ করলেন? একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থার তরফে বলা হয়েছে, পুরো ঘটনাই ভুয়ো। অর্থাৎ, কোহলি মোটেই বিদেশে গো-মাংস ভক্ষণ করেননি। শেয়ার করা ছবি (রেস্তোরাঁর বিল) রিভার্স ইমেজ সার্চ করে দেখা গিয়েছে, নিউজ-১৮'এর এক প্রতিবেদনের সেই ছবি প্ৰথম আপলোড করা হয়েছিল। যেখানে লন্ডনের বিখ্যাত শেফ গর্ডন রামসের রেস্তোরাঁর লাঞ্চ করতে গিয়ে একজন ব্রিটিশকে মেনু পড়তে ভুল করে বসায় ৪৫ হাজার পাউন্ড গচ্চা দিতে হয়েছিল।

News-18-report
নিউজ-১৮'এর সেই রিপোর্ট (স্ক্রিনগ্র্যাব)

অর্থাৎ, কোহলির ফ্লোরিডায় গিয়ে বিফ খাওয়ার ঘটনা মোটেই সত্য নয়। সোশ্যাল মিডিয়ায় ভুল খবরের জেরে বিভ্রান্ত হতে হল ক্রিকেট প্রেমীদের।

Virat Kohli Cricket News Beef
Advertisment