Virat Kohli becomes father of baby boy: সম্প্রতি তারকা দম্পতি বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান হয়েছে। ছেলের নাম অকায়। ছেলের জন্ম নিয়ে কোহলি দম্পতি বিশেষ গোপনীয়তা বজায় রেখেছিল। শেষ পর্যন্ত জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্কার ছেলে হয়েছে, লন্ডনে। আর, তাতেই প্রশ্ন উঠছে, ইংল্যান্ডে জন্মানো ওই শিশুপুত্র আইনমাফিক কোন দেশের নাগরিক হবে?
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিশুটি নিয়মমাফিক বিট্রিশ নাগরিক হওয়ার কথা। কিন্তু পরে নিয়ম ঘেঁটে জানা গিয়েছে, ব্রিটেনে জন্মালেই কেউ ব্রিটিশ নাগরিক হয়ে যায় না। এজন্য ওই শিশুটির মা অথবা বাবার মধ্যে অন্ততপক্ষে একজনকে ব্রিটিশ নাগরিক হতেই হবে। অথবা, দীর্ঘদিন ব্রিটেনে বসবাসকারী, সেই প্রমাণ দিতে হবে। সেভাবেই ব্রিটেনের বাইরে জন্মানো ব্রিটিশ নাগরিকদের শিশুরাও বড় হয়ে ব্রিটেনের নাগরিকত্ব পায়। অর্থাৎ, এক্ষেত্রে শিশুটির নাগরিকত্ব সম্পূর্ণভাবে তার মা ও বাবার ওপরই নির্ভর করে।
অকায়ের ক্ষেত্রে সে ব্রিটেনে জন্মালেও অথবা ব্রিটেনে তার মা-বাবার সম্পত্তি থাকলেও সে ব্রিটিশ নাগরিক হওয়ার যোগ্য নয়। ভারতীয় নাগরিক হিসেবেই তার ব্রিটেনের পাসপোর্ট থাকবে। ২০১৭ সালে বিয়ে হয়েছে বিরাট-অনুষ্কার। ২০২১ সালের জানুয়ারিতে, তাদের প্রথম সন্তান ভামিকা জন্মেছিল। তার তিন বছর পরেই কোহলি দম্পতির ঘরে নতুন সন্তান এল।
অনুষ্কা যে মা হতে যাচ্ছেন, সে খবর অবশ্য গোপন ছিল না। ২০২৩ সালের সেপ্টেম্বরেই বিরাট-অনুষ্কাকে মুম্বইয়ের এক ডাক্তারের চেম্বারের বাইরে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই রটে গিয়েছিল বিরাট ফের বাবা হতে যাচ্ছেন। তারপর অনুষ্কাকে যখন লন্ডনের পথে বিমানবন্দরে দেখা যায়, সেই সময়ও তাঁর বেবি বাম্প নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায়।
তারপর বিরাট যখন ইংল্যান্ড সিরিজে প্রথম দুটি টেস্ট থেকে ছুটি নেন, তখনও শুরু হয় বিরাট জল্পনা। কিন্তু, কোহলি দম্পতি সেনিয়ে একটিবারও মুখ খোলেনি। এমনকী, বিরাট যখন সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচেও দলের সঙ্গে যোগ দিলেন না, তখনও বিসিসিআই আর ইন্ডিয়া দলের টিম ম্যানেজমেন্ট কোহলির অনুপস্থিতি নিয়ে ধরি মাছ, না ছুঁই পানি গোছের উত্তর দিয়ে গেছে। এমনকী, এই গোপনীয়তা এতটাই ছিল যে বিরাট ও অনুষ্কার সন্তানের খবরটাও সামনে আসে ২০ ফেব্রুয়ারি।
আরও পড়ুন- প্ৰথম দফায় ইডেনে মাত্র ১ ম্যাচ! KKR-এর শুরুর ৩ ম্যাচেই ধামাকা, জানুন নাইটদের সূচি
এই পরিস্থিতিতে বর্তমানে বিভিন্ন মহলে বিরাট আর অনুষ্কার সন্তানের নামের আসল মানেটা কী, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। যা থেকে জানা গিয়েছে, অকায় নামের অর্থ হল- পূর্ণিমার চাঁদের আলো। যার উৎপত্তি ঘটেছে তুর্কি শব্দ থেকে। আর, বাংলায় বলতে গেলে কায়াহীন বা শরীরহীন। অর্থাৎ ঈশ্বরের মত যাঁর কোনও মূর্তি বা কায়া নেই।