Advertisment

'ভারতকে বাঁচাতে ঘরে থাকুন', দেশবাসীর প্রতি বিরাট-অনুষ্কার আবেদন

ভিডিও-বার্তার শেষে বিরাট-অনুষ্কাকে একসঙ্গে বলতে শোনা গেছে, ‘নিজেদের ঐক্যবদ্ধ রাখুন। দেশ বাঁচান, জীবন বাঁচান।’

author-image
IE Bangla Web Desk
New Update
virat anushka coronavirus

ভিডিওর স্ক্রিনশট

করোনা-সঙ্কটের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে দেশজুড়ে শুরু হয়েছে একুশ দিনের ‘লকডাউন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন, "আগামি ২১ দিন ঘরের মধ্যে না থাকলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে।" ভারতীয় ক্রিকেটের 'ফার্স্ট কাপল', বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দেশবাসীকে আগামি ২১ দিনের লকডাউনে ঘরে থাকার আর্জি জানালেন।

Advertisment

হিন্দিতে রেকর্ড করা একটি ভিডিও-মেসেজ যৌথভাবে টুইট করেছেন বিরাট-অনুষ্কা। কোহলি এই মেসেজে বলেছেন, "এখন আমাদের সামনে কঠিন পরীক্ষা। আমাদের পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে এখন। আসুন, আমরা একসঙ্গে সরকারি নির্দেশ মেনে চলি। সবাইকে অনুরোধ করছি, ঘরে থাকুন এবং নিজের পরিবারকে করোনাভাইরাসের হাত থেকে বাঁচান।"

কোহলি এই বার্তায় আরও বলেছেন, "আপনি যদি সরকারি নির্দেশ পালনে উদাসীনতা দেখান, তার চরম মূল্য দিতে হতে পারে গোটা ভারতবর্ষকে। আগামি ২১ দিন আমাদের ঘরে থাকতে হবে, দেশকে বাঁচাতে হবে।"

ভিডিও-বার্তার শেষে বিরাট-অনুষ্কাকে একসঙ্গে বলতে শোনা গেছে, "নিজেদের ঐক্যবদ্ধ রাখুন। দেশ বাঁচান, জীবন বাঁচান।"

উল্লেখ্য, বিরাট এবং অনুষ্কার সম্মিলিত টুইটার-ফলোয়ারের সংখ্যা সাড়ে পাঁচ কোটিরও বেশি।

Anushka Sharma Virat Kohli
Advertisment