/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/Virat-Kohlli.jpg)
ফের একটা সেঞ্চুরি করলেন বিরাট কোহলি
রাজকোটে ফ্রাইডে ব্লকবাস্টার উপহার দিলেন বিরাট কোহলি। ফের একবার বুঝিয়ে দিলেন যে, সেঞ্চুরি করাটা তাঁর কাছে জলভাতের মতো। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কেরিয়ারের ২৪ তম টেস্ট সেঞ্চুরিটা করে ফেললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও ক্রিকেটর দীর্ঘতম ফর্ম্য়াটের এক নম্বর ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের পর কোহলিই দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৪টি টেস্ট শতরান করলেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয়। ক্রিকেটের যুগপুরুষ ডন ২৪টি টেস্ট সেঞ্চুরি করতে ৬৬ ইনিংস নিয়েছিলেন। কোহলির লাগল ১২৩টি ইনিংস। ‘বাইশ গজের ঈশ্বর’ শচীন তেন্ডুলকর ২৪টি টেস্ট সেঞ্চুরি করতে নিয়েছিলেন ১২৫টি ইনিংস। অন্যদিকে লিটল মাস্টার সুনীল গাভাস্কর এই ল্যান্ডমার্ক স্পর্শ করেছিলেন ১২৮টি ইনিংসে।এদিন কোহলি ১৮৪ বল খেলে ১০০ রান করলেন। ছ’টি চারের সৌজন্যে নিজের ইনিংস সাজালেন ক্রিকেটের কিং। একইসঙ্গে ২৯ বছরের ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করে ফেললেন। চলতি বছর ১০টি টেস্ট খেলেছেন তিনি। এটি তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ক্যালেন্ডার বর্ষে ১০০৩ টেস্ট রান হয়ে গেল।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া রেকর্ডের হাতছানি কোহলির সামনে
All Hail the King ???? @imVkohli
24th Test ton ✅
17th as captain ????
4th century this year ????
2nd fastest to 24 Test ton ????
(More coming, we aren’t done yet) #TeamIndia#INDvWIpic.twitter.com/IgCw1K5JEk— BCCI (@BCCI) October 5, 2018
A session dominated completely by #TeamIndia as they go in to Lunch on Day 2 with 506/5 on the board. (Virat 120*, Pant 92)
Updates - https://t.co/RfrOR84i2v#INDvWIpic.twitter.com/8NgegMzvnM
— BCCI (@BCCI) October 5, 2018
গতকাল পৃথ্বী শ’র অভিষেক টেস্ট সেঞ্চুরিতে ভর করে ভারত চার উইকেট হারিয়ে ৩৬৪ রানে দিন শেষ করেছিল। ৭২ রানে ক্রিজে অপরাজিত ছিলেন কোহলি। ১৭ রানে তাঁকে সঙ্গ দিচ্ছিলেন ঋষভ পন্থ। এদিন মাত্র আট রানের জন্য পন্থকে সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়। দেবেন্দ্র বিশুর বলে ৯২ রানে আউট হয়ে যান তিনি। মধ্যাহ্ণ ভোজের বিরতিতে ভারতের স্কোর পাঁচ উইকেট হারিয়ে ৫০৬। ১২০ রানে ক্রিজে আছেন কোহলি। তাঁর সঙ্গে ১৯ রানে ব্যাট করছে রবীন্দ্র জাদেজা।