Virat Kohli father again: মঙ্গলবারেই বিরাট কোহলি অনুষ্কা শর্মা সুখবর দিলেন। দ্বিতীয় বারের মত পিতা হলেন বিরুষ্কা জুটি। ফেব্রুয়ারির ১৫ তারিখে বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হয়েছেন। সদ্যজাতের নাম রাখা হয়েছে আকাই। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই সুখবর শেয়ার করে নিয়েছেন তারকা দম্পতি।
সেলেব দম্পতি নিজেদের ইনস্টাগ্রামে লিখেছেন, "প্রচুর আনন্দ এবং আমাদের হৃদয় ভালবাসায় পূর্ণ। আমরা সবাইকে জানাতে পেরে আনন্দিত যে ১৫ই ফেব্রুয়ারি, আমরা আমাদের শিশু পুত্র আকাই এবং ভামিকার ছোট ভাইকে এই পৃথিবীতে স্বাগত জানিয়েছি।"
কয়েকদিন আগেই এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলে বলে দিয়েছিলেন, বিরাট কোহলি আবার পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন। এবি ডিভিলিয়ার্স বলে দিয়েছিলেন, “ওঁকে কিছুদিন আগেই মেসেজ করে জানতে চেয়েছিলাম, বিস্কুট, তোমার খবর কী! ও আমাকে লিখেছিল, পরিবারের সঙ্গে থাকতে চাইছি। আমি ভালোই রয়েছি।”
আরও পড়ুন- ভোটের সময় কোথায় কোথায় IPL! বড় ঘোষণায় উল্লাসের আপডেট BCCI-এর
“হ্যাঁ, ওঁর দ্বিতীয় সন্তান আসছে। এখন পুরোটাই পারিবারিক বিষয়। গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি নিজের প্রতি সৎ না হও, তাহলে আমরা কী জন্য এখানে রয়েছি, সেই উদেশ্যই ভুলে যাব। অধিকাংশ ব্যক্তিরই অগ্রাধিকার পরিবার। তবে বিরাটকে এই কারণে বিচার করতে যাওয়াটা ভুল হবে। হ্যাঁ, আমরা ওঁকে মিস করছি, তবে ও একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
এই মন্তব্য থেকে পরে অবশ্য ইউ টার্ন নেন প্রোটিয়াজ তারকা। এবিডি বলে দিয়েছিলেন, তিনি ভুল সংবাদ ফাঁস করে ফেলেছিলেন। দৈনিক ভাস্কর-কে প্রোটিয়াজ কিংবদন্তি বলে দেন, “পরিবার সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পায়। নিজের ইউটিউব চ্যানেলেই এটা বলেছিলাম। সেই সময়েই বড়সড় ভুল করে ফেলেছিলাম। ভুল খবর ফাঁস করেছিলাম। যেটা একদমই সত্যি নয়। ঘটনা যাই হোক, বিরাটের পরিবার যেন সবসময় প্রাধান্য পায়। আমি কেউ জানি না, এই মুহূর্তে কী ঘটছে। আমি স্রেফ ওঁর শুভকামনা করতে পারি। ওঁর বিরতি নেওতার কারণ যাই হোক না কেন, আশা করব ও আরও শক্তিশালী, তরতাজা হয়ে ফিরবে।”
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্ৰথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। মহাতারকার 'ব্যক্তিগত কারণ'কে সম্মান জানিয়ে ছুটি মঞ্জুর করেছিল বিসিসিআই-ও। আশা করা হয়েছিল কোহলি হয়ত সিরিজের শেষ কয়েকটি টেস্টে খেলবেন। তবে তৃতীয় টেস্টের আগে দল ঘোষণার সময় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয় পুরো সিরিজেই অনুপস্থিত থাকবেন কিংবদন্তি। সিরিজে বর্তমানে ভারত ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে। রাঁচিতে তৃতীয় টেস্ট শুরু হবে ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে।