মাঠের মধ্যে ব্যাট হাতে নামলেই রেকর্ড। ব্যাট হাতে রীতিমতো শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। রেকর্ডের পর রেকর্ড চূর্ণ হয় বিরাট কোহলির উইলোর আঘাতে। বাইশ গজের মতো এবার মাঠের বাইরেও বিরাট ঈর্ষণীয় রেকর্ডের অধিকারী হয়ে গেলেন। প্রথম কোনও ক্রিকেটার হিসেবে সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার জুড়ে গেল তাঁর নামের পাশে।
আরও পড়ুন
কোহলি বর্তমানে বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের মধ্যে অগ্রগণ্য। শুধু বাইশ গজ নয়, কোহলির প্রভাব ও ব্যপ্তি এতটাই মারাত্মক যে গত বছরে ফোর্বসের সেরা ১০০ ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি। ফোর্বস ইন্ডিয়ার দ্বিতীয় জনপ্রিয় সেলিব্রিটি ছিলেন। ফেডেরার, কোবে ব্রায়ান্ট, রোনাল্ডো, মেসি, টাইগার উডসদের মতো শ্রেষ্ঠত্বের ব্র্যাকেটে বসে পড়ার পরে বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যাও চড়চড় করে বেড়েছে।
বর্তমানে কোহলির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩৩.৭ মিলিয়ন, ফেসবুকে ৩৭ মিলিয়ন এবং টুইটারে ২৯.৫ মিলিয়ন। নিজের সোশ্যাল মিডিয়ায় শুরু থেকেই সক্রিয় তিনি। নিজের ব্র্যান্ড এনডোর্সমেন্ট হোক বা কোনও স্পেশাল বার্তা- কোহলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রতিনিয়ত নিত্যনতুন পোস্ট চোখে পড়ে। কোনও সন্দেহ নেই বর্তমানে ভারতীয় ক্রিকেটের আকাশচুম্বী ব্র্যান্ড কোহলির-ই।
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি-র তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা থাকলেও, আইপিএলে তিনি শোচনীয়ভাবে ব্যর্থ। প্রত্যেক মরশুমে দুর্ধর্ষ টিম তৈরি করার পরেও আইপিএলে হোঁচট খায় আরসিবি। সদ্য শেষ হওয়া আইপিএলেও তাঁর ব্যতিক্রম নেই। কোহলির নেতৃত্বে আরসিবি পয়েন্ট তালিকার সর্বশেষ স্থানে থেকে লিগ ফিনিশ করেছে।
তবে এবার মিশন-বিশ্বকাপ! সেখানে কোহলি-র নেতৃত্ব বিশ্বমঞ্চে টিম ইন্ডিয়া আরও একবার বিজয়কেতন ওড়াতে সক্ষম হয় কিনা সেটাই আপাতত দেখার।