scorecardresearch

ভিডিও: বিয়ের দ্বিতীয় জন্মদিনে ওয়াংখেড়ে দেখল প্রেমিক কোহলিকে

ব্য়াট হাতেই নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীটা আরও একটু স্পেশাল করে রাখলেন বিরাট কোহলি। বুধবার আরব সাগরের তীরে বিরাটের ব্যাটে ঝড় উঠেছিল।

Virat Kohli blows a kiss to Anushka
বিয়ের দ্বিতীয় জন্মদিনে অনুষ্কার জন্য় বিশেষ উপহার বিরাটের

ব্য়াট হাতেই নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকীটা আরও একটু স্পেশাল করে রাখলেন বিরাট কোহলি। বুধবার আরব সাগরের তীরে বিরাটের ব্যাটে ঝড় উঠেছিল।

ভারত অধিনায়ক কেরিয়ারের দ্রুততম টি-২০ ইনিংসের (২৯ বলে ৭০) সৌজন্য়ে উইন্ডিজকে রানের পাহাড়ে নিয়ে গিয়েছিলেন। ২০ ওভারে ভারত তিন উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছিল কোহলি অ্যান্ড কোং। জবাবে উইন্ডিজ নির্ধারিত ওভারে ১৭৩/৮ শেষ হয়ে যায়। বিরাটের দল ৬৭ রানে জিতে সিরিজ ২-১ ছিনিয়ে নেয়।

আরও পড়ুন-তৃতীয় ম্যাচ জিতে টি২০ সিরিজ পকেটে পুরল ভারত

কোহলি ব্য়াট করে ড্রেসিংরুমে ফিরে যাওযার সময় হৃদয় চুরি করে নিলেন ফের একবার। নিজের ক্রিকেটার সত্ত্বাকে সরিয়ে রেখে হাজির হন প্রেমিক অবতারেই।

বিরাটের খেলা দেখতে এদিন ওয়াংখেড়ের স্ট্য়ান্ডে হাজির ছিলেন তাঁর স্ত্রী ও বলিউড ডিভা অনুষ্কা শর্মা। তাঁকে লক্ষ্য় করেই বিরাট ফ্লাইং কিস ছুঁড়ে দেন। এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

দেখুন বিরাটের সেই ভিডিও

এবারই কিন্তু প্রথম নয়, বিরাট ভালবাসার বহিঃপ্রকাশের ভাষা হিসাবে চুম্বনটাকে অতীতেও বেছে নিয়েছেন। গত বছর ইংল্য়ান্ড সফরে গিয়েছিল ভারত। সেবার নটিংহ্য়ামের ট্রেন্ট ব্রিজে কেরিয়ারের ২৩ তম টেস্ট শতরান (১০৩) করেছিলেন বিরাট। অসাধারণ ইনিংসের পর ঠোঁট ব্য়াটে ঠেকিয়ে চুম্বন দিয়েছিলেন অনুষ্কাকে। গ্য়ালারিতে দাঁড়িয়ে বিরাট ঘরণী মুগ্ধ হয়ে হাততালি দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

Here comes the special century from the RUN MACHINE #Virushka❤ Cr: Manav Manglani

A post shared by Anushka Sharma and Virat Kohli (@virushkaforeva) on

দেখতে গেলে অনুষ্কার প্রতি সেই ২০১৪ থেকেই প্রেমাচ্ছন্ন বিরাট। সেবছর নভেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে কোহলি অর্ধ-শতরানের ইনিংস খেলেই বিশ্বের দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে ৬০০০ রান পূর্ণ করেছিলেন। তখনই প্রথম বিরাটের রোম্য়ান্টিক অবতার ফুটে উঠেছিল মাঠে। সেদিনও একইভাবে বিরাটের কিস ছিল অনুষ্কার জন্য়।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Virat kohli blows a kiss to anushka sports