ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ টেস্টের সিরিজে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের প্রথম দুটি টেস্টে অনুপস্থিত। এনিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠছে, ভারতীয় দলের স্তম্ভ বিরাট কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট সিরিজ এড়িয়ে গেলেন? বিরাট আলাদাভাবে মুখ না-খোলায়, এই জল্পনা বেড়েছে। তার ওপর আবার প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ভারতীয় দল। বিরাটের অনুপস্থিতির কারণ জানাতে পারেননি টিম ইন্ডিয়ায় তাঁর সতীর্থরাও। এমনকী, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-ও বিরাটের অনুপস্থিতির কারণ স্রেফ 'পারিবারিক' বলেই জানে।
- বিরাটের অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
- ভক্তদের একাংশ মনে করছেন, কোহলি দলে না-থাকায় ভারত হায়দরাবাদে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচে ২৮ রানে হেরেছে।
- বিরাট শেষ তিনটি টেস্ট ম্যাচেও দলে ফিরবেন কি না, তা নিয়ে এখনও ধন্দে বিসিসিআই।
প্রেস বিবৃতিতে বিরাট সম্পর্কে সম্পর্কে বিসিসিআই একটি সংক্ষিপ্ত লাইনেই যা বলার তা জানিয়েছে। সেখানে লিখেছে, 'বিরাট কোহলি নিজেই বিসিসিআইয়ের কাছে ইংল্যান্ডের কাছে প্রথম দুটি টেস্ট ম্যাচে খেলতে না-চেয়ে আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ওই ছুটি চেয়েছিলেন।' শুধু এভাবে কোনওমতে বিরাট অধ্যায়ের সমাপ্তি করাই নয়। বিসিসিআইয়ের সূত্র জানিয়েছে, বিরাট সিরিজের শেষ তিন ম্যাচেও ফিরবেন কি না, তা-ও এখনও অনিশ্চয়তায় ভরা। এই পরিস্থিতিতে বুধবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাটের ভাই বিকাশ কোহলি। তাঁর মায়ের কারণেই বিরাট প্রথম দুই টেস্ট ম্যাচে ছুটি নিয়েছেন বলে জল্পনা তৈরি হয়েছিল। সেটা সম্পূর্ণই গুজব বলে দাবি করেছেন বিকাশ। এনিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বিবৃতিও পোস্ট করেছেন।
বিকাশ কোহলি লিখেছেন, 'আমি লক্ষ্য করেছি যে আমাদের মায়ের স্বাস্থ্য সম্পর্কে ভুয়ো খবর প্রচার হচ্ছে। আমি পরিষ্কার জানাচ্ছি যে আমাদের মা একেবারে সুস্থ এবং ভালো আছেন। এছাড়াও আমি সবাইকে এবং মিডিয়াকেও অনুরোধ করব, সঠিক তথ্য ছাড়া এই ধরনের খবর না ছড়ানোর জন্য। আমাদের ব্যাপারে উদ্বেগের জন্য সবাইকে ধন্যবাদ।' এই বার্তাটি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন বিকাশ কোহলি।
তবে, ভক্তদের এটুকুতেও চাহিদা পূরণ হয়নি। কারণ, বিরাট ভক্তদের একাংশ মনে করছেন, কোহলি দলে না-থাকায় ভারত হায়দরাবাদে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচে ২৮ রানে হেরেছে। ডেব্যুট্যান্ট টম হার্টলি ৬২ রানে ৭ উইকেট নিয়ে রীতিমতো তুলকালাম-কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। তিনি ব্যাটিংও ভালো করেছেন। ভারতের মাটিতে ইংল্যান্ড একটি বড়সড় রান সামনে রেখেছিল। প্রথম ইনিংসে ভারত ১৯০ রানের লিড নিয়েছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ২৪৬। জবাবে ভারত করেছিল ৪৩৬ স্কোর। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ২৩১ রান তাড়া করতে গিয়েই ভারতের ৪২ রানের পর থেকে উইকেট পতন শুরু হয়ে যায়। এমনকী, ৬৯.২ ওভারে ২০২ রানে ভারত অলআউট হয়ে যায়।
আরও পড়ুন- অজান্তেই বিষ পান করে হাসপাতালে! ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের দ্বারস্থ টিম ইন্ডিয়া সুপারস্টার
আর, তাতেই আরও বেশি করে টিম ইন্ডিয়ায় বিরাট কোহলির প্রয়োজনীয়তা ধরা পড়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেছেন যে কোহলি যদি প্রথম টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হতেন, তবে ভারত যেভাবে হারল, সেভাবে অন্তত হারত না। গোদের ওপর বিষফোঁড়ার মত, ভাইজাগে দ্বিতীয় টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া থেকে চোটের জন্য, কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা বাদ পড়েছে। যার ফলে ভারতীয় দলে বিরাটের অবিলম্বে প্রত্যাবর্তনের দাবি সমর্থকদের মধ্যে জোরালো হয়ে উঠেছে।