Virat Kohli Record: আইপিএলে বাবর আজমকে টেক্কা দিতে পারেন বিরাট! করতে হবে এই ছোট্ট কাজ

Virat Kohli Century: বিরাট কোহলি এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫২ ম্য়াচে ৮,০০৪ রান করেছেন। এরমধ্যে ৮ শতরান এবং ৫৫ হাফসেঞ্চুরি রয়েছে।

Virat Kohli Century: বিরাট কোহলি এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৫২ ম্য়াচে ৮,০০৪ রান করেছেন। এরমধ্যে ৮ শতরান এবং ৫৫ হাফসেঞ্চুরি রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Virat Kohli Record

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ধামাকার অপেক্ষায় বিরাট কোহলি

Virat Kohli Record: সেই ২০০৮ সাল থেকে আইপিএল টুর্নামেন্ট খেলছেন বিরাট কোহলি। আরসিবি ব্যাটিং ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। একবার উইকেটে যদি সেট হতে পারেন, তাহলে বিপক্ষের বাঘা-বাঘা বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। আইপিএল টুর্নামেন্টে বিরাট ইতিমধ্য়ে সর্বাধিক রান এবং শতরানের রেকর্ড কায়েম করেছেন। এখনও পর্যন্ত কিং কোহলির ঝুলিতে রয়েছে ৮ হাজারের বেশি রান। এর পাশাপাশি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্বও দিয়েছেন বিরাট কোহলি।

Advertisment

বাবর আজমকে টেক্কা দেওয়ার সুবর্ণ সুযোগ

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এই টুর্নামেন্টে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করেছিলেন। যদি ২০২৫ আইপিএল টুর্নামেন্টেও তিনি এই ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে বাবর আজমের একটি স্পেশাল রেকর্ড ভাঙার সুযোগ তাঁর সামনে চলে আসবে। 

টি-২০ ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ৯ শতরান করেছেন। অন্যদিকে, বাবরের ঝুলিতে রয়েছে ১১ শতরান। যদি ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কোহলি আর তিনটে শতরান করতে পারেন, তাহলে বাবর আজমকে টেক্কা দিয়ে তিনি টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন। এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ক্রিস গেইল। টি-২০ ক্রিকেটে তিনি ২২ শতরান করেছেন।

Advertisment

টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক -

  • ক্রিস গেইল - ২২ শতরান
  • বাবর আজম - ১১ শতরান
  • বিরাট কোহলি - ৯ শতরান
  • মাইকেল ক্লিঞ্জার - ৮ শতরান
  • রাইলি রুসো - ৮ শতরান
  • অ্যারন ফিঞ্চ - ৮ শতরান
  • ডেভিড ওয়ার্নার - ৮ শতরান
  • জস বাটলার - ৮ শতরান
  • রোহিত শর্মা - ৮ শতরান

আইপিএল টুর্নামেন্টে হাঁকিয়েছেন ৮ শতরান

বিরাট কোহলির ক্রিকেট বিশ্বের একজন অনন্য সাধারণ নক্ষত্র। তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আইপিএল টুর্নামেন্টে ২০০৮ সাল থেকে টানা একটি দলের হয়েই খেলছেন। কিন্তু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ পর্যন্ত একবারও খেতাব জিততে পারেনি। বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএল টুর্নামেন্টে ২৫২ ম্যাচে ৮,০০৪ রান করেছেন। এরমধ্যে ৮ শতরান এবং ৫৫ হাফসেঞ্চুরি করেছেন।

IPL Royal Challengers Bengaluru Virat Kohli Babar Azam