Advertisment

'সুপারম্যান' বিরাট! বেঙ্গালুরুতে নিলেন অবিশ্বাস্য ক্যাচ, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩২ নম্বর ওভারে ফিল্ডিং করার সময় তাঁর অমানুষিক শারীরিক দক্ষতার পরিচয় আরও একবার দিলেন বিরাট।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli catch video

ফিল্ডিং কোচ আর শ্রীধরকে বিরাটের কুর্নিশ

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়ার একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে চোখ-ধাঁধানো একহাতি ক্যাচ নিয়ে অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে ড্রেসিং রুমে ফেরালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

Advertisment

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩২ নম্বর ওভারে ফিল্ডিং করার সময় তাঁর অমানুষিক শারীরিক দক্ষতার পরিচয় আরও একবার দিলেন বিরাট, যা দেখে মুগ্ধ বিস্ময়ে একসঙ্গে উঠে দাঁড়াল গোটা চিন্নাস্বামী, যে স্টেডিয়ামকে বিরাটের সেকেন্ড হোম বলাই যায়। অফ-স্টাম্পের কাছাকাছি মোটামুটি দ্রুতগতির একটি বল খেলতে গিয়ে 'ইনসাইড আউট' শট খেলার চেষ্টা করছিলেন লাবুশানে, কিন্তু পিচের মন্থরতার কারণে ড্রাইভ নিয়ন্ত্রণে রাখতে পারেন নি তিনি। বল হাওয়ায় ভেসে চলে যায় কভারের ডানদিকে, যেখানে সাষ্টাঙ্গে ডাইভ দিয়ে প্রায় মরা বলটি লুফে নেন বিরাট।

ক্যাচ নেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যাপ্টেনের দিকে ছুটে এসে তাঁকে কোলে তুলে নেন রবীন্দ্র জাদেজা। কিন্তু অত উত্তেজনার মুহূর্তেও ড্রেসিং রুমের দিকে তাকিয়ে ফিল্ডিং কোচ আর শ্রীধরকে কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি বিরাট।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এই নিয়ে সিরিজের তিনটি ম্যাচেই টস জিতলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, যদিও এর আগের দুটি ম্যাচে প্রথমে বোলিং করেছিল তাঁর দল।

Virat Kohli
Advertisment