আইপিএল ২০১৮: নেচেই ওয়ার্ম-আপ বিরাটদের

আরসিবি-র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন ব্র্যান্ডন ম্যাকালাম ও বিরাট কোহলি। চাহাল ইনস্টাতে লিখলেন, "কিংবদন্তিদের সঙ্গেই আইপিএল-এর ওয়ার্ম-আপ করছি।"

আরসিবি-র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে পা মেলাচ্ছেন ব্র্যান্ডন ম্যাকালাম ও বিরাট কোহলি। চাহাল ইনস্টাতে লিখলেন, "কিংবদন্তিদের সঙ্গেই আইপিএল-এর ওয়ার্ম-আপ করছি।"

author-image
IE Bangla Web Desk
New Update
নাচে মাতলেন বিরাট-ম্য়াকালাম-চাহাল

নাচে মাতলেন বিরাট-ম্য়াকালাম-চাহাল

আইপিএল ইলেভেন শুরু হতে বাকি আর তিন দিন। ৮ এপ্রিল মাঠে নামবে বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচেই দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি বেঙ্গালুরু। মাঠে নামার আগে একটু নেচেই ওয়ার্ম-আপ সেরে রাখল বিরাট বাহিনী। আরসিবি-র লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গেই পা মেলাচ্ছেন ব্র্যান্ডন ম্যাকালাম ও বিরাট। চাহাল ইনস্টাতে লিখলেন, "কিংবদন্তিদের সঙ্গেই আইপিএল-এর ওয়ার্ম-আপ করছি।"

Advertisment

Advertisment

ব্যাটিংয়ের পাশাপাশি নাচেও দুরন্ত পটু কোহলি। অতীতেও একাধিকবার সেই প্রমাণ দিয়েছেন তিনি। সতীর্থদের বিয়েই হোক বা ম্যাচ জেতার সেলিব্রেশন, সুযোগ পেলেই বিরাট কোহলি নিজের ডান্স স্কিল দেখান। এবার আরও একবার নাচলেন কোহলি। তাঁর স্টেপ ম্যাচ করতে রীতিমতো সমস্যায় পড়লেন ম্যাকালাম ও চাহাল।

এবার আইপিলএ-এ ব্যাটিং ও বোলিং ইউনিট মজবুত করার জন্য মোটা টাকাই ঢেলেছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন ম্যকালামকে নেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে নিয়েছে তারা। যদিও মারকুটে ক্রিস গেইলকে ছেড়ে দিয়েছে আরসিবি। বোলিং বিভাগে শক্তি বাড়াতে দলে এসেছেন মহম্মদ সিরাজ, ন্যাথান কুল্টার-নাইল, ওয়াশিংটন সুন্দর ও উমেশ যাদব।

এবার আইপিএল-এ বেঙ্গালুরু টিম বিরাট কোহলি (১৭ কোটি টাকা, রিটেইনড), এবি ডিভিলিয়ার্স ( ১১ কোটি টাকা, রিটেইনড) সরফরাজ খান ( ৩ কোটি টাকা, রিটেইনড), ব্র্যান্ডন ম্যাকালাম ( ৩.৬ কোটি টাকা), ক্রিস ওকস ( ৭.৪ কোটি টাকা), কলিন দে গ্র্যান্ডহোম (২.২ কোটি টাকা), মঈন আলি (১.৭ কোটি টাকা), কুইন্টন ডি কক (২.৮ কোটি টাকা), উমেশ যাদব ( ৪.২ কোটি টাকা), যুজবেন্দ্র চাহাল ( ৬ কোটি টাকা), মনন ভোহরা (১.১ কোটি টাকা), কুলবন্ত কেজরোলিয়া (৮৫ লক্ষ), অনিকেত চৌধুরি (৩০ লক্ষ), নবদীপ সাইনি ( ৩ কোটি টাকা), মুরগান অশ্বিন (২.২ কোটি), মনদীপ সিং (১.৪ কোটি টাকা), ওয়াশিংটন সুন্দর (৩.২ কোটি টাকা), পবন নেগি ( ১ কোটি টাকা, আরটিএম), মহম্মদ সিরাজ ( ২.৬ কোটি টাকা), ন্যাথান কুল্টার নাইল (২.২ কোটি টাকা) ও অনিরুদ্ধ যোশি (২০ লক্ষ টাকা)

cricket RCB Virat Kohli