Virat Kohli Dance: শুরু হয়ে গিয়েছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। তবে ম্য়াচ শুরুর আগে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন কলকাতা নাইট রাইডার্স দলের মালিক তথা 'বলিউড বাদশা' শাহরুখ খান।
এই অনুষ্ঠান চলাকালীন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলিকে মঞ্চে ডেকে নেন। এরপর কিং কোহলিকে তিনি 'ঝুমে জো পাঠান' গানের সঙ্গে নাচ করার জন্য অনুরোধ করেন। সেই অনুরোধ ফেলতে পারেননি বিরাট। শাহরুখের দেখানো স্টেপে তিনিও পা মেলান। পাশেই দাঁড়িয়ে ছিলেন কেকেআর ব্রিগেডের তারকা ফিনিশার রিঙ্কু সিং। বিরাটের নাচ দেখার পর তিনি আর হাসি চাপতে পারেননি।
দেখে নিন সেই ভিডিও:
কেকেআর বনাম আরসিবি হেড টু হেড
২০০৮ আইপিএল টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত কেকেআর এবং আরসিবি-র মধ্যে মোট ৩৪ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে কেকেআর ২০ ম্যাচে এবং আরসিবি ১৪ ম্যাচে জয়লাভ করেছে। এই মরশুমে দুটো দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। নাইট রাইডার্সের ব্যাটন থাকবে অজিঙ্কা রাহানের হাতে। অন্য়দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন রজত পতিদার।
উদ্বোধনী ম্যাচে দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
কেকেআর - অজিঙ্কা রাহানে, মণীশ পাণ্ডে, অনরিক নোর্কিয়া, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনিথ শিশোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কণ্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া।
আরসিবি - রজত পতিদার, ক্রুনাল পাণ্ডিয়া, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, ফিলিপ সল্ট, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, মনোজ ভাণ্ডগে, টিম ডেভিড, স্বস্তিক চিকারা, মোহিত রাঠি, লিয়াম লিভিংস্টোন, রোমারিও শেফার্ড, জেকব বেটেল, স্বপ্নীল সিং, জীতেশ শর্মা, নুয়াল তুষারা, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, রসিক দার সালাম, সুয়শ শর্মা, অভিনন্দন সিং।