Virat Kohli: কোহলি নামছেন দ্বিতীয় ওয়ানডেতে, কটকে নামার আগে বলে দিচ্ছেন কোটাক

Virat Kohli declared fit: ওয়ানডে ফরম্যাটে কোহলি অপ্রতিরোধ্য। ৩৬ বছরের কিংবদন্তিকে ১৪,০০০ রানে পৌঁছানোর মাইলফলক থেকে মাত্র ৯৪ রানের পিছিয়ে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli: বিরাট কোহলি

Virat Kohli: বিরাট কোহলি। Photograph: (ফাইল ছবি)

Virat Kohli declared fit: ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক শনিবার ভারতীয় দল এবং তার সমর্থকদের জন্য সুখবর দিলেন। তিনি নিশ্চিত করলেন যে তারকা ব্যাটার বিরাট কোহলি কটকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য ফিট এবং নির্বাচনের জন্য উপলব্ধ।

Advertisment

'বিরাট কোহলি খেলার জন্য ফিট। তিনি অনুশীলনে এসেছেন এবং খেলার জন্য প্রস্তুত,' কোটক ম্যাচের আগে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন ভারতের সহকারী কোচ। কোহলি নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচ মিস করেছিলেন হাঁটুতে ইনজুরির কারণে।

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচের আগে টসে দলনেতা রোহিত শর্মা জানান, 'বিরাট কোহলি ডান হাঁটুর ব্যথার কারণে প্রথম ওয়ানডে ম্যাচের জন্য নির্বাচনে উপলব্ধ ছিলেন না।'

কোহলির খেলার সম্ভবনা তৈরি হতেই ভারতীয় দলের মাথাব্যথা বেড়েছে দল নির্বাচন নিয়ে। শেষ ম্যাচে, কোহলির বদলে খেলতে নেমে শ্রেয়স আইয়ার দারুণ ৩৬-বলের ৫৯ রান উপহার দেন। 'এটা অধিনায়ক (রোহিত শর্মা) এবং কোচের (গৌতম গম্ভীর) সিদ্ধান্ত। আমি এই বিষয়ে বলতে পারছি না।' কোটাককে জিজ্ঞাসা করা হলে তিনি বলে দেন। কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠতেই বলে দিয়েছেন কোটাক।

Advertisment

কোহলির এই মুহূর্তে রানের প্রয়োজন রয়েছে ভীষণভাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে নিজের গ্রহণযোগ্যতা বোঝানোর জন্য কোহলি রানে ফিরতে মরিয়া থাকবেন। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর বিজিটিতে ব্যাট হাতে কোহলির বারংবার ব্যর্থতা দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রানের দেখা পাননি কোহলি।

রঞ্জিতে দিল্লির হয়ে খেলতে নেমে হিমাংশু সাংগোয়ানের বলে মাত্র ৬ রানে আউট হয়ে যান তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে কোহলি অপ্রতিরোধ্য। ৩৬ বছরের কিংবদন্তিকে ১৪,০০০ রানে পৌঁছানোর মাইলফলক থেকে মাত্র ৯৪ রানের পিছিয়ে। সচিন তেন্ডুলকর (১৮,৪২৬) এবং কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪) এর পরে ওয়ানডেতে সর্বাধিক রানের তালিকায় তিন নম্বরে রয়েছেন। ২৮৩ ওয়ানডে ইনিংস খেলেছেন কোহলি। তেন্ডুলকর (৩৫০ ইনিংস) এবং সাঙ্গাকারা (৩৭৮) এর আগে এই মাইলফলকে পৌঁছনোর ক্ষেত্রে কোহলি দ্রুততম হতে পারেন।

Virat Kohli Indian Cricket Team Indian Team Team-India Team India Team India