Advertisment

কোহলির চোখে ভিলেন এজবাস্টন, এবারও ধোনির পাশেই তিনি

সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং নাসির হুসেনের মতো ভারত ও ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়কারও দায়ী করেছেন ধোনির ডট বল খেলার প্রবণতাকে। কিন্তু ধোনির পাশেই রয়েছেন বিরাট কোহলি। বরাবরের মতোই মাহির রক্ষাকবচ হয়ে দাঁড়ালেন বিরাট অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Dhoni has not told us anything about retirement: Virat Kohli

বিশ্বকাপ শেষ, ধোনি কি এবার অবসর নিচ্ছেন ? মুখ খুললেন বিরাট

ভারতের বিজয়রথের চাকা থামিয়ে দিল ইংল্যান্ড। ব্রিটিশদের কাছে খোয়াতে হল চলতি বিশ্বকাপের অপরাজেয় তকমা। ম্যাচ হারের জন্য় ক্রিকেটমহলের একাংশ দায়ী করেছে মহেন্দ্র সিং ধোনিকে। মারমুখী অবতারের বদলে তাঁর মন্থর ব্য়াটিংয়ের জন্যই ভারতকে হারতে হয়েছে বলে মত অনেকের।

Advertisment

সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং নাসির হুসেনের মতো ভারত ও ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়কারও দায়ী করেছেন ধোনির ডট বল খেলার প্রবণতাকে। কিন্তু ধোনির পাশেই রয়েছেন বিরাট কোহলি। বরাবরের মতোই মাহির রক্ষাকবচ হয়ে দাঁড়ালেন ভারত অধিনায়ক। ধোনির সাফাইয়ে কোহলির বক্তব্য়, "আমার মনে হয় এমএস চার মারার জন্য় আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু পারেনি। ইংল্যান্ড দুর্দান্ত বল করেছে। বল থেমে থেমে আসছিল। শেষের দিকে ব্য়াট করাটা কঠিন হয়ে গিয়েছিল। আমাদের বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে।" এমনটাই রিপোর্ট সংবাদসংস্থা পিটিআই-এর। বিরাট নিজে দুরন্ত ব্য়াট করেছিলেন। চলতি টুর্নামেন্টে টানা পাঁচ ম্য়াচে হাফ-সেঞ্চুরি করা কোহলি আরও জানিয়েছেন যে, পাটা উইকেটে আরও ভাল ব্য়াট করা উচিত ছিল দলের। কিন্তু ইংরেজ বোলারদের ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে।"

আরও পড়ুন: ধোনিকে বিঁধে নাসির হুসেন আর সৌরভ গঙ্গোপাধ্য়ায় ঠিক কী বলেছিলেন?

যদিও কোহলি ম্য়াচ হেরে দুষছেন বার্মিংহ্য়ামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডকেই। কোহলি বলছেন, "এখানে টসটা বড় ফ্যাক্টর। তবে আমি বলব বাউন্ডারি অত্যন্ত ছোট। আমার মনে হয় ৫৯ মিটারের বাউন্ডারি ছিল। ঘটনাচক্রে আন্তর্জাতিক ম্য়াচের জন্য় এটাই ন্য়ূনতম বাউন্ডারি লাইনের নির্ধারক মাপ। কিন্তু এরকম পাটা পিচে সেটা বেমানান।'' আগামিকাল এই মাঠেই বিরাটরা বাংলাদেশের মুখোমুখি হবে।

Virat Kohli MS DHONI
Advertisment