/indian-express-bangla/media/media_files/2024/12/16/rhDGu6ibO1IdSULQdvFh.jpg)
Virat Kohli dismissal against Australia: বিরাট কোহলি ফের একবার আউট একই ভঙ্গিতে (টুইটার)
Kohli Dismissed by Hazlewood Again: Fans React: বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের ৩য় দিনে ফের ফ্লপ বিরাট কোহলি। ব্রিসবেনে ভারতীয় তারকা ১৬ বলে মাত্র ৩ রান করে আউট হয়েছেন। জোশ হ্যাজলউডের বলে তিনি অ্যালেক্স কেরির হাতে ধরা পড়েন।
সমালোচকরা মজা করে বলেন যে ক্রিকেট দুনিয়ার সবাই এখন কোহলির অফ-স্টাম্পের বাইরের দুর্বলতার কথা জানেন। গাব্বাতেও সেই অফ-স্টাম্পের বাইরেই কোহলিকে বল দিয়েছিলেন হ্যাজলউড। যথারীতি সেই ফাঁদে পা দেন ভারতীয় তারকা। অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে ভারতের তারকা ব্যাটার সিরিজের প্রথম ম্যাচ থেকেই সমস্যায় পড়ছেন।
Concerns over the cover drive!#SunilGavaskar suggests #ViratKohli take inspiration from his idol #SachinTendulkar and emulate his legendary discipline from the Sydney Test!#AUSvINDOnStar 👉 3rd Test, Day 3 | LIVE NOW on Star Sports! #ToughestRivalry#BorderGavaskarTrophypic.twitter.com/qkiHUUPLL2
— Star Sports (@StarSportsIndia) December 16, 2024
পার্থে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে তা-ও অজি বোলারদের ক্লান্তির সুযোগ নিয়ে অপরাজিত শতরান করেছেন। কিন্তু, তারপর থেকে সোমবার পর্যন্ত তিনটে ইনিংসে খেললেন। আর, প্রতিটাতেই ব্যর্থ। এদিন তাঁর আউট ভারতীয় ব্যাটিং লাইনআপের ওপর চাপ কয়েকগুণ বাড়িয়ে দেয়। মধ্যাহ্নভোজ শুরু হওয়ার আগে ৭.৩ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ২২/৩।
Josh Hazlewood gets Virat Kohli!
— cricket.com.au (@cricketcomau) December 16, 2024
The Australians are up and about on Day Three. #AUSvINDpic.twitter.com/sq6oYZmZAz
তাঁর আগে ওপেনার যশস্বী জয়সওয়াল ও থার্ড ডাউন শুভমান গিলকে প্রায় বিনা রানেই তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক। যশস্বী করেছেন ৪ রান, গিল ১। মজার বিষয় হল, ব্রিসবেন টেস্টের আগে নেট অনুশীলনের সময়ও কোহলির এই দুর্বলতা বারবার ধরা পড়েছে।
Commentator 1 on Fox Sports: "Have you ever seen Virat Kohli stepping up for the team when it's in a collapse?"
— PapaBeastX🎗 (@PapaBeastX) December 16, 2024
The other commentator replied: "Nah, he's always the one who's part of it."#INDvsAUS | #ViratKohlipic.twitter.com/dlwXxZgdIJ
Dear Virat..!!#INDvsAUS#ViratKohlipic.twitter.com/UgFYLyYZ5P
— Rohan Gulavani (@ImRohanGulavani) December 16, 2024
স্টার্ক এবং হ্যাজেলউডের নেতৃত্বে অস্ট্রেলিয়ান পেসাররা যথারীতি কোহলিকে অফ-স্টাম্পের বাইরে লক্ষ্য করেই আক্রমণ শানিয়েছেন। আর, তার ফলেই ১৬টি বলের বেশিরভাগই সোমবার খেলতে পারেননি বিরাট। এদিন অস্ট্রেলিয়াকে ৪৪৫ রানে টিম ইন্ডিয়া থামানোর পর স্টার্ক ভারতের টপ অর্ডারে পরপর ধাক্কা দেন।
আরও পড়ুন: বুমরাকে আদিম মানুষ বলে ভুল করেছি! ক্ষমা চাইলেন সেই বাঙালি তরুণী ধারাভাষ্যকার
VIRAT KOHLI, please forgive us. Kindly move to London permanently.
— FREE HIT (@FREEHIT06) December 16, 2024
After the defeat, everyone will question Rohit Sharma, but no one will question Virat Kohli. Over the past five years, he has become a walking wicket. #ViratKohli ! #INDvsAUS
pic.twitter.com/w8RaOXOIHQ
ইনিংসের দ্বিতীয় বলেই ফেরত পাঠান প্রথম বলে চার মারা যশস্বী জয়সওয়ালকে। এরপর স্টার্কের বলেই মিচেল মার্শ প্রায় উড়ে গিয়ে ক্যাচ নিয়ে শুভমান গিলকে ফিরিয়ে দেন। এরপর কোহলির আউট। যা ভারতের মিডল অর্ডারকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে দেয়। কোহলির এই আউট হওয়া, ভারতের ব্যাটিং পদ্ধতি এবং অজি বোলারদের ঠিকমতো মোকাবিলা করার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে।
প্রথম থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই পিচ বোলার সহায়ক। তারপরও অস্ট্রেলিয়া ৪৪৫ রান তুলেছে। ফলে, রীতিমতো চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া।