/indian-express-bangla/media/media_files/2025/01/03/u6la74Ew1vUJ7TDYMCVL.jpg)
Virat Kohli dismissal: সেই একই ভঙ্গিতে আউট বিরাট কোহলি (টুইটার)
Virat Kohli dismissal: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে অফ স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে সাত বার আউট হয়েছেন বিরাট কোহলি। শুক্রবারও সেই ধারা অব্যাহত ছিল। স্কট বোল্যান্ড ফাঁদে ফেলেন বিরাটকে। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর আউট হতে যাচ্ছিলেন কোহলিও।
সেই সময় বোল্যান্ডের বলে কোহলি আউট হলে তাঁকে শূন্য রানে ফিরতে হত। কিন্তু, টিভি রিপ্লেতে দেখা গিয়েছে, স্টিভ স্মিথ ক্যাচটি মাটিতে ফেলে দিয়েছেন। তার ফলেই বেঁচে যান বিরাট। এরপর, কোহলিকে ধৈর্য নিয়ে খেলতে দেখা যায়।
মধ্যাহ্নভোজের ঠিক আগের বলে শুভমান আউট হওয়ার আগে কোহলি ও গিল মিলে ১০৬ বলে তৃতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন। যা ভারতীয় ইনিংসকে কিছুটা হলেও স্থিরতা দিয়েছে। বিরতির পরে, ঋষভ পন্থ মাঠে নামেন।
Virat Kohli wicket. 😞#INDvsAUS#AUSvIND#ViratKohlipic.twitter.com/mqCMNWMdA3
— Tanveer (@tanveermamdani) January 3, 2025
সেই সময় কোহলিকে বেশ স্বচ্ছন্দ্যে খেলতে দেখা গিয়েছে। কিন্তু, একাগ্রতার অভাব এবং অফ-স্টাম্পের বেশ বাইরের বল খেলতে যাওয়ার চেষ্টা কোহলিকে ডোবায়। বল কোহলির ব্যাটের প্রান্তে লেগে এই ম্যাচে অভিষেক হওয়া বিউ ওয়েবস্টারের হাতে চলে যায়। শেষ পর্যন্ত কোহলি ৬৮ বলে ১৭ রান করেন।
এই নিয়ে সিরিজে তিনি সাত বার একইভাবে আউট হলেন। আর, বোল্যান্ডের কাছেই একইভাবে আউট হলেন চার বার। একই কায়দায় কোহলি ফের আউট হওয়ায়, নেটিজেনরা তাঁকে তুলোধনা করেন। একজন নেটিজেন লিখেছেন, 'বিরাট কোহলির প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনির কাছ থেকে বল ছেড়ে দেওয়া শেখা উচিত।'
Virat Kohli should learn from Thala how to leave balls outside off-stump.#INDvsAUS#ViratKohlipic.twitter.com/v0UhfsywoC
— Sandarbh Raj Gupta (@Sandarbh_raj8) January 3, 2025
অপরজন লিখেছেন, 'ইমরান হাশমির যেমন ঠোঁট পছন্দ, বিরাট কোহলির তেমনই স্লিপ পছন্দ।' এর আগে, ভারতীয় দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সিডনি টেস্টে 'বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত' নেওয়ার পরে অস্থায়ী অধিনায়ক জসপ্রীত বুমরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
Kohli loves slips like Hashmi loves lips pic.twitter.com/N7HVQGu0Ym
— Sagar (@sagarcasm) January 3, 2025
শুভমান গিল প্রথম একাদশে ফিরেছেন। পেসার প্রসিধ কৃষ্ণও জায়গা পেয়েছেন প্রথম একাদশে। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারে অভিষেক হয়েছে এই ম্যাচে। তিনি ফর্মে না থাকা মিচেল মার্শের স্থলাভিষিক্ত হয়েছেন। ওয়েবস্টার প্রাক্তন খেলোয়াড় মার্ক ওয়ার থেকে তাঁর ব্যাগি গ্রিন নিয়েছেন।
বর্ডার-গাভাসকার ট্রফি ধরে রাখতে ভারতকে এই টেস্ট জিততেই হবে। আর, অস্ট্রেলিয়া ড্র করলেই সিরিজ পেয়ে যাবে। সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে আছে অজিরা।