Virat Kohli lookalike in Bangladesh protest video: একদম বিরাট কোহলির মত দেখতে এক ব্যক্তিকে বাংলাদেশের প্রতিবাদের সময়ও দেখা গেল। সোমবার, ৫ আগস্ট থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে চেপে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছেন। তার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। এর আগে থেকেই বাংলাদেশজুড়ে ব্যাপক হামলা আর ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় এনিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে। তেমনই এক ভিডিওতে দেখা গিয়েছে, এক প্রতিবাদী সেই বিক্ষোভে বাকিদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছেন। ওই ব্যক্তি দেখতে অনেকটা কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির মত। উল্লেখ্য, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বিশ্বজুড়ে অসংখ্য অনুরাগী রয়েছে। বাংলাদেশেও কোহলির অনুরাগীর সংখ্যা নেহাত কম নেই।
টুইটার থেকে ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোহলির অনুরাগীর সংখ্যা ধরলে, তিনি বিশ্বের বহু তাবড় ব্যক্তিত্বকে বলে বলে গোল দেবেন। তার মধ্যেই বর্তমানে গোটা বিশ্বের নজর কেড়েছে বাংলাদশের ঘটনা। সেখানে রবিবার, ৪ আগস্ট বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় হামলা চালান। বহু জায়গায় আগুন লাগিয়ে দেন। বিক্ষোভকারীদের তাণ্ডব থেকে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ মাশরফি মোতার্জাও রেহাই পাননি। শুধু কি তাই? বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত ভাঙচুর করেছে।
বিক্ষোভের নামে এই সব হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠনের আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সেনাপ্রধান জানিয়েছেন, আপাতত তদারকি সরকার বাংলাদেশের দায়িত্বে থাকবে।
এই যাবতীয় ঘটনাগুলো ঘটল মহিলা ক্রিকেট বিশ্বকাপের কয়েক মাস আগে। অক্টোবরেই বাংলাদেশে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু, এখন যা পরিস্থিতি, তাতে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ওপর নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের বিকল্প জায়গা হিসেবে ভারত, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহির কথাও ভেবে রেখেছে আইসিসি।
আরও পড়ুন- হাঁটতে হচ্ছে অন্যের হাত ধরে, একসময়ের দুনিয়া কাঁপানো ভারতীয় ক্রিকেটারের ছবিতে ঝড়, দেখুন ভিডিও
বাংলাদেশের সেই বিক্ষোভেই বিরাট কোহলির মত দেখতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে। তিনি সত্যিই বিরাট কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনুরাগীদের মনে। যদিও সেটা হওয়ার সম্ভাবনা নেই। কারণ, বিরাট বর্তমানে কলম্বোয়া। বুধবার শ্রীলঙ্কার সঙ্গে ভারতের একদিনের সিরিজের তৃতীয় ম্যাচ। সেই ম্যাচে বিরাট খেলবেন। সিরিজের প্রথম দুই ম্যাচে বিরাট বিশেষ কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে করেছেন ২৪ রান। দ্বিতীয় ম্যাচে বিরাট করেছেন ১৪ রান। তার মধ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ভারত ড্র করেছে। আর, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৩২ রানে টিম ইন্ডিয়াকে হারিয়েছে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বশির আলি মনে করেন, বিরাট আসলে দীর্ঘদিন একদিনের ম্যাচ খেলেননি। অর্থাৎ, অনুশীলনের বাইরে। সেই কারণেই প্রথম দুটো ম্যাচে ভালো খেলতে পারেননি। এই ব্যাপারে বশির বলেছেন, 'বিরাট কোহলির মত বিশ্বের একনম্বর বা সেরা মানের ব্যাটসম্যান দু'বার এলবিডব্লিউ হয়েছেন। এটা এলেবেলেদের ক্ষেত্রে হতে পারে। কিন্তু, বিরাট কোহলির সঙ্গে কারও তুলনা হয় না। তার মানে এটাই ধরে নিতে হবে যে বিরাট কোহলি প্র্যাকটিসের মধ্যে নেই।'