Virat Kohli Duck: বিরাটকে নিয়ে চরম দুঃসংবাদ, হা-হুতাশ করছেন সমর্থকরা

IND vs AUS 2nd ODI: শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হচ্ছে। এবার টস ভাগ্য খুলল না টিম ইন্ডিয়ার। এই ম্য়াচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তী বিরাট কোহলি।

IND vs AUS 2nd ODI: শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হচ্ছে। এবার টস ভাগ্য খুলল না টিম ইন্ডিয়ার। এই ম্য়াচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার কিংবদন্তী বিরাট কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি

Virat Kohli: শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি অ্যাডিলেড ওভালে আয়োজন করা হচ্ছে। এবার টস ভাগ্য খুলল না টিম ইন্ডিয়ার। টস হেরে ভারত আপাতত ব্যাট করতে নেমেছে। তবে এই ম্য়াচেও ভাগ্য খুলল না বিরাট কোহলির। শূন্য রানে আউট হয়ে তিনি ফিরে গেলেন। জ়েভিয়ার বার্টলেটের বলে তিনি LBW হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

Advertisment

IND vs AUS Playing XI: টস ভাগ্য খুলল না ভারতের, কেমন হল টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

বার্টলেটের ঝুলিতে জোড়া উইকেট

ষষ্ঠ ওভারে বল করতে এসেছিল জ়েভিয়ার বার্টলেট। তাও চেঞ্জ বোলার হিসেবে। আর এই একটা ওভারই টিম ইন্ডিয়ার শিবিরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তা বলা যেতেই পারে। ওভারের প্রথম বলে তিনি শুভমান গিলের উইকেট শিকার করেছিলেন। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই ওভারের পঞ্চম বলে ফিরে গেলেন বিরাট কোহলি। আমরা সকলেই জানি, অ্যাডিলেড তাঁর অন্যতম প্রিয় গ্রাউন্ড। কিন্তু, সেখানে তিনি ৪ বলের বেশি খেলতে পারলেন না।

Advertisment

IND vs AUS 2nd ODI Weather: পারথের মতো অ্যাডিলেডেও তুলকালাম বৃষ্টির আশঙ্কা? ভেস্তে যাবে দ্বিতীয় ওয়ানডে?

কুর্নিশ জানালেন দর্শকরা

বার্টলেটের ইনসুইং ডেলিভারি কার্যত বুঝতেই পারলেন না। তিনি 'ছোলে-কুলচে' শট হাঁকাতে গিয়েছিলেন। কিন্তু, ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। বলটা এসে সোজা তাঁর সামনের প্যাডে লাগে। আম্পায়ারের আঙুল তুলতে এক সেকেন্ডও দেরি হয়নি। তবে কোহলির মনে কিছুটা হলেও সংশয় ছিল, বলটা হয়ত উইকেটের উচ্চতা মিস করছিল। সেকারণে তিনি রোহিত শর্মার সঙ্গে ১৫ সেকেন্ডের দীর্ঘ আলোচনাও করেন। কিন্তু, শেষপর্যন্ত আর DRS নিলেন না। মাথা নীচু করে মাঠ ছেড়ে বেরিয়ে যান। কোহলি যখন মাঠ ছাড়ছিলেন, সেইসময় দর্শকরা করতালি দিয়ে তাঁকে কুর্নিশ জানান।

Virat Kohli Shameful Record: কামব্যাক ম্য়াচে লজ্জার রেকর্ড কোহলির, ভাঙল সমর্থকদের হৃদয়

গত ম্য়াচেও খুলতে পারেননি রানের খাতা

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত বনাম অস্ট্রেলিয়া চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচটা পারথে আয়োজন করা হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে হেরে যায়। গত ম্য়াচে কিং কোহলি ৮ বল খেললেও কোনও রান করতে পারেননি। মিচেল স্টার্কের বলে ক্যাচ আউট হয়ে গিয়েছিলেন তিনি। আশা করা হয়েছিল, অ্যাডিলেডে হয়ত তিনি রানে ফিরবেন। কিন্তু, তেমন দৃশ্য থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বঞ্চিতই রইলেন।

India vs Australia Virat Kohli