Advertisment

কালিসকে টপকে সাতে কোহলি, টানা চার বছর সবচেয়ে বেশি রান তাঁর ব্য়াটেই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একটি অসাধারণ ইনিংস খেললেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে ফের একবার 'চেজমাস্টার' শব্দটার প্রতি সুবিচার করলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli eclipses Jacques Kallis to become 7th highest run-getter in ODI history

কালিসকে টপকে সাতে কোহলি, টানা চার বছর সবচেয়ে বেশি রান তাঁর ব্য়াটেই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একটি অসাধারণ ইনিংস খেললেন বিরাট কোহলি। রান তাড়া করতে নেমে ফের একবার 'চেজমাস্টার' শব্দটার প্রতি সুবিচার করলেন তিনি।

Advertisment

ভারত অধিনায়কের ৮১ বলে ৮৫ রানের ইনিংসের সৌজন্য়ে ভারত কটকে তৃতীয় ও ফাইনাল ওয়ানডে চার উইকেটে জিতে সিরিজ ২-১ পকেটস্থ করে। এদিনই দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্য়াটসম্য়ান জ্য়াক কালিসকে টপকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহকারী হয়ে গেলেন কোহলি ।

আরও পড়ুন-দ্বিতীয়বারের জন্য় বছরের সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটের মালিক মহম্মদ শামি

কটকে ব্য়াট করতে নামার আগে কালিকসে টপকে যাওয়ার জন্য় কোহলির প্রয়োজন ছিল ৫৬ রান। কোহলি অনায়াস ব্য়াটিংয়েই কালিসকে টপকে যান। কালিস ৩২৮ ম্য়াচে ১১৫৭৯ রান করেছেন ৪৪.৩৬-এর গড়ে। ২৪২টি ওয়ানডে খেলার পর কোহলির ঝুলিতে এখন ১১৬০৯ রান। গড় ৫৯.৮৪।

ওয়ানডে ক্রিকেটে এখনও সবচেয়ে বেশি রানের মালিক শচীন তেনডুলকর। কোহলি তাঁর থেকে ৬৭১৭ রানে পিছিয়ে আছেন। আধুনিক ডনের মোট ওয়ানডে রান ১৮,৩২৬। দুয়ে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (১৪,২৩৪ রান), তিনে বিশ্বকাপ জয়ী অজি ক্য়াপ্টেন রিকি পন্টিং (১৩,৭০৪ রান), চারে সনত জয়সূর্য (১৩,৪৩০ রান), পাঁচে মাহেলা জয়বর্ধনে (১২,৬৫০ রান) ও ছয়ে ইনজামাম-উল-হক (১১৭৩৯ রান)।

আরও পড়ুন-প্য়াট কামিন্স না জসপ্রীত বুমরা? স্টেইন বাছলেন বিশ্বের সেরা ফাস্ট বোলারকে

২০১৯ সালেও কোহলি বছরের সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রাহককারী হলেন। ২০১৬ থেকে কোহলি এই কৃতিত্বের মালিক। টানা চার বছর এই নজির গড়লেন। বিশ্বের আরও কোনও ব্য়াটসম্য়ান তিনবারের বেশি এই রেকর্ড করতে পারেননি। চলতি বছরে কোহলি তাঁরই ডেপুটি রোহিত শর্মাকে টপকে সব ফর্ম্য়াট মিলিয়ে সবচেয়ে বেশি রান করলেন। কোহলি ২৪৪৩ রানে শেষ করলেন ২০১৯।

Virat Kohli Rohit Sharma
Advertisment